উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ জেতার জন্যে বিতর্কিত চাল মুকুলের! বিধিভঙ্গ ? পাইয়ে দেওয়ার রাজনীতি!!
নজরবন্দি ব্যুরোঃ ভোটে জেতার জন্যে নতুন পন্থা নিলেন মুকুল রায়! সংবাদমাধ্যমে প্রকাশ নিজের জেলা, মানে উত্তর ২৪ পরগণার জেলা পরিষদ দখল করার জন্যে আপ্রান চেষ্টা করছেন মুকুল রায়।
কিন্তু তিনি যে পথ অবলম্বন করেছেন তাতেই বেড়েছে বিজেপির বিড়ম্বনা! একটি বাংলা পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী মুকুল রায় নাকি ঘোষণা করেছেন উত্তর ২৪ পরগণার জেলা পরিষদ বিজেপি দখল করতে পারলে জেলার ১৮ বছর বয়স্ক তরুন তরুণীদের স্মার্টফোন দেওয়া হবে! এখানেই প্রশ্ন উঠছে জেলার বিপুল ১৮ বছর বয়স্ক ছেলে মেয়েদের স্মার্টফোন দিতে যে অগাধ টাকার যোগান লাগবে তা দেবে কে? বিজেপি?
ওই পোর্টালটির দাবী বিজেপি ওই টাকা দেবেনা। তাহলে দেবে কে? মুকুল রায় নিজে? তিনি অত টাকা পাবেন কোথায়? অন্যদিকে প্রশ্ন উঠছে রাজ্যে এত জেলা থাকতে নজর শুধু উত্তর চব্বিশ পরগনায় কেন? নিজের বাসস্থান বলে? আর সব থেকে গুরুত্বপূর্ন প্রশ্ন নির্বাচনবিধি চলাকালীন কি এমন ঘোষণা করা যায়? তাবে বিধি ভঙ্গ হল না?
Loading...

No comments