বিহারে বাস দুর্ঘটনায় মৃত ২৭জন৷
নজরবন্দি, আসানসোলঃ মুজফফরপুর থেকে দিল্লী যাওয়ার পথে বিজোমোটিহারী অঞ্চলের এনএইচ -8২ এর উপর কোতোয়া নামক স্থানে আকস্মিক এক অগ্নিকাণ্ড ঘটে চলন্ত বাসে৷ যা পশ্চিম বাংলার নিকটবর্তী মোগা হোটেলের কাছে ৷আগুন লাগার এই ঘটনায় ২৭জন নিহত হয়েছে। বাসে মোট ৩২ জন যাত্রী ছিলেন।দুর্ঘটনার পর প্রথমে গ্রামবাসীদের তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। পরে পুলিশ প্রশাসন সেখানে এসে পৌঁছায়৷
গ্রামবাসীরা মাত্র ৫ জন কে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেছেন এবং চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করেছেন। বাসের নং UP-5at 2312৷ প্রধানমন্ত্রীর দুর্যোগের ত্রাণ তহবিল থেকে রাজ্য সরকার কে ৪ লক্ষ টাকার দেবার কথা ঘোষণা করেছে৷ ঘটনার পর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকরা অবিলম্বে বৈঠক ডাকেন এবং ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ দেবার সিদ্ধান্ত নেন।

No comments