কোনো কাট ছাড়াই ব্রিটিশ সেন্সর বোর্ডে পাশ " "রাজি"
নজরবন্দি ব্যুরোঃ মেঘনা গুলজার পরিচালনায় জংলি পিকচার্স ও ধর্মা প্রোডাকশনস প্রযোজিত ‘রাজি’-র ট্রেলার ও গান ইতোমধ্যে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে। একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করে কার্যত সাড়া ফেলে দিয়েছে আলিয়া ভাট।
মেয়ে, স্ত্রী ও গুপ্তচরের ভূমিকায় আলিয়ার অভিনয় নিয়েও প্রশংসার ঢেউ বয়ে যাচ্ছে এই সবের মধ্যে রয়েছে একটি সুখবর। ব্রিটিশ সেন্সর বোর্ড এই ছবিকে 12A সার্টিফিকেশন দিয়েছে। বাদ যায়নি ছবির কোনও অংশ। অনুমোদিত রানটাইম ১৩৮ মিনিট অর্থাত্ ২ ঘণ্টা ১৮ মিনিট ই রাখা হয়েছে।
গুপ্তচরবৃত্তির উপর তৈরি এই ছবিতে একেবারে আলাদা চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। যেহেতু দেশের জন্যে গুপ্তচরের কাজ করেন আলিয়া। তাই তাঁর বিয়ে দেওয়া হয় পাকিস্তানের এক সেনা আধিকারিকের সঙ্গে। কর্তব্যের খাতিরে দিনের পর শত্রু দেশে কাটালেও নিজের দায়িত্ব ভোলেনি সে তাই সব গোপন সব খবর পাকিস্তান থেকে পাঠান ভারতে। ছবির পরতে পরতে রয়েছে টানটান উত্তেজনা।
করণ জোহর, হিরু জোহর, বিনীত জৈন ,অপূর্ব মেহতা এবং প্রীতি সাহানি প্রযোজিত এই ছবি মুক্তি পাবে আগামী ১১ মে। তবে দর্শকের মনে কতটা প্রভাব ফেলে সেটাই দেখার।

No comments