Header Ads

"পঞ্চায়েত ভোটে পরাজিত হবেন মমতা।" মুকুলের হাতে নতুন নথি!!


নজরবন্দি, বালুরঘাটঃ রাজ্যে জমে উঠেছে পঞ্চায়েত ভোট পর্ব। বালুরঘাটে ভোট প্রচারে এসে বিজেপি নেতা মুকুল রায় মনোনয়ন পর্বে সন্ত্রাস ইস্যুতে তাঁর প্রাক্তন দলকে তুলোধোনা করার পাশাপাশি আবার নতুন করে দুর্নীতিকান্ডে বিপাকে ফেলার ইঙ্গিত দিলেন। সেই সাথে নির্বাচন ইস্যুতে মুকুলের উক্তি, "মানুষের ভোটে পরাজিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনকে প্রহসনে পরিণত করেছেন উনি। মানুষ বিভ্রান্ত। বৃহষ্পতিবার দুপুরে মালদা থেকে জেলায় ঢোকার মুখে মুকুল রায় প্রথম প্রচার সভা করেন দৌলতপুরে। এরপর দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুর, তপন , মালঞ্চা ও ত্রিমোহীনি এই চারটি প্রচার সভায় মুকুল রায় তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেসের নির্বাচন কর্মকান্ডের সমালোচনা করেন। একেক বার একেক সময় ভোটের দিন ঘোষনা হচ্ছে রাজ্যে। শেষে এমন কি এল যে একদিনে ভোট গ্রহণ করতে হচ্ছে গোটা রাজ্যে? প্রশ্ন তোলেন মুকুল। তিনি বলেন, ৩৪ শতাংশ আসনে ভোটের আগেই জিতেছে তৃণমূল। এর থেকেই বোঝা যাচ্ছে ভোটের সময় নিরাপত্তার হাল কেমন হবে।
এদিকে মুকুল রায়ের প্রচার সভায় প্রশাসনিক অনুমতি না পাওয়ার ঘটনাটি ক্ষোভ ছড়িয়েছে বিজেপি সমর্থক নেতা নেত্রী এমনকি খোদ মুকুল রায়ের মধ্যে। অবশেষে প্রচার সভার অনুমতি না পেয়ে মুকুল রায় তপন ও বালুরঘাটের মালঞ্চা ও হিলি এলাকার ত্রিমোহীনিতে রোড শো করেই জেলায় তাঁর প্রচার অভিযান শেষ করেন। মাঝে বালুরঘাটে জেলা বিজেপির কার্যালয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। তাঁর নিরাপত্তা বিষয়ে জানতে চাওয়া হলে বলেন, "বিষয়টি পুরোপুরি কেন্দ্রীয় সরকারের সুরক্ষা দফতরের বিষয়। তারা যাদের এই সিকিউরিটি দেন তারা সব কিছু খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেন। এটা তাদের ব্যাপার আমার কোন মন্তব্য করা ঠিক হবেনা।" অন্যদিকে বিজেপি নেতা মুকুল রায় তার প্রচার সভা ও রোড শো গুলিতে বক্তব্য রাখতে গিয়ে তার হাতে থাকা একটি কাগজে ঠাসা মোটা ফাইল তুলে ধরে বলেন, এগুলি বেশ কয়েকজন তৃণমূল নেতা বধের অস্ত্র। এই সব নেতাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে ভীড় করে থাকতে দেখা যায়। খুব শিগগিরই এঁদের দুর্নীতিতে জড়িত থাকার তথ্য সর্বসমক্ষে আনা হবে। আর এই তথ্য সামনে এলে মমতা ব্যানার্জীর মন্ত্রী সভা বেকায়দায় পড়তে বাধ্য, সভায় জানান মুকুল। আজকের মুকুল রায়ের রোড শো ও প্রচার সভায় জনতার ব্যাপক ভীড় লক্ষ্য করার মত।এবারের পঞ্চায়েত ভোটে বিজেপি এই জেলায় ত্রিস্তরীয় আসনের প্রায় বেশির ভাগ আসনেই তৃনমুলের সাথে টক্কর দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছে। এখন দেখার মুকুল রায়ের এই প্রচার সভা বা রোড শো এবারের পঞ্চায়েত ভোটে কতখানি ফলপ্রসু হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.