Header Ads

অবহেলিত কিশোর কুমার! তিনি কি দেশের রাজনীতির শিকার? কিছু না জানা কথা।


নজরবন্দি ব্যুরোঃ একমাত্র গায়ক যাকে শেষ করার জন্য তাঁরই দেশের নেতা পলিটিকাল পার্টি উঠে পড়ে লেগেছিল একমাত্র গায়ক যিনি সরকারের থেকে কোনো সম্মান পাননি আয়কর দপ্তর তাঁর পেছনে পড়ে যায় এমনকি রেডিও তে পর্য্যন্ত তাঁর গান বন্ধ করে দেওয়া হয় তাঁকে কোন সিনেমার গান না গাইতে দেওয়ার জন্য ছবির পরিচালক থেকে শুরু করে সঙ্গিত পরিচালক এবং মিউসিকাল কোম্পানি সবাই কে বলা হয় কিশোর কুমারকে নিলে সেই সিনেমা তার গান ব্যান করে দেওয়া হবে তা কি ছিল কিশোর কুমার এর অপরাধতখনকার একটি বিশেষ পলিটিকাল পার্টির নেত্রীর ছোট ছেলে তাঁকে বলে বিনা পয়সায় তাদের পার্টির অনুষ্ঠানে তাঁকে গান গাইতে হবে!কিশোর কুমার বলে ছিলেন আমি বিনা পয়সায় গান গাইব না এই ছিল তাঁরঅপরাধ'

এর জন্য তাঁকে এত হেনস্থা এত অপমান সহ্য করতে হয় আসলে কিশোর কুমারের সবচেয়ে বড় অপরাধ কি ছিল জানেন? এই পোড়া দেশে জন্মানো নাহলে এত বড় একটা প্রতিভাকে এরকম লাঞ্ছনা সহ্য করতে হয়! আজ পর্যন্ত এত সরকার এসছে কিন্তু কিশোর কুমার তাঁর প্রাপ্য সন্মান পাননি, কারুর সমর্থন তিনি পাননি ভগবান ছাড়া এটা সম্ভব হয় না লড়াই করে দেখিয়ে দিয়েছিলেন যে হ্যাঁ, আমি কিশোর কুমারএমন কোন গায়ক দেখিয়ে দিন যিনি তৎকালীন পিক্ফর্মে থাকা কোন হিরোকে বলবেন যে, আমি তোমার জন্য গান গাইব না! কিশোর কুমারের সেই ক্ষমতা ছিল, তাই পিক্ফর্মে থাকা আমিতাভ, জিতেন্দ্র, আর মিঠুন এর জন্য নিজের কণ্ঠ আর দেবেন না বলেছিলেন বেঁচে থাকতে তাঁর স্ত্রী লিনা চান্দভারকার কে বলেছিলেন আমি যখন থাকবনা তখন দেখো লোকে কেমন খুঁজছে আমায়আমার কণ্ঠের ঝলক কারুর গলায় পেলে তাঁকে নিয়ে লোকে পাগল হয়ে যাবে কিন্তু আমায় পাবে না


ঠিক তাই! কিশোর কুমার এর মৃত্যুর পর এলেন কুমার সানু, যাঁর কন্ঠে কিশোর কুমারের একটু ঝলক পেয়ে তাঁকে নিয়ে কত নাচানাচিবিশ্বে এরকম কোন গায়ক কেউ দেখাক যার কণ্ঠের জন্য সুপারস্টার বা মেগাস্টার এর জন্ম হয়েছেহলেও কজনকিশোর কুমার এর কন্ঠে রাজেশ খান্না রোম্যান্টিক হিরো, অমিতাভ এর জন্য সেই ভারি আওয়াজ (যাকে হিন্দিতে বলে SHER KI AWAZ), দেবআনন্দ, জিতেন্দ্র, বিনোদ খান্না, মিঠুন চক্রবর্তী, ঋষি কাপুর, শশী কাপুর, ধর্মেন্দ্র (ধর্মেন্দ্রর লিপে কিশোর কুমারের গান অন্য গায়কদের থেকেও বেশি হিট), সুনীল দত্ত, সঞ্জয় দত্ত, সানি দেওল সহ আরও কত স্টার এর জন্ম দিয়েছে তাঁর কন্ঠ এই রেকর্ড আর কারুর নেই আজকালকার প্রজন্মও কিশোর কুমার এর গান শুনছে যত গান রিমিক্স হচ্ছে তার মধ্যে ৯০ % কিশোর কুমারের এত কিছুর পরেও আমাদের দেশের সরকারের ঘুম ভাঙবেনা.... সত্যি কথা বলতে কিশোর কুমার-এর কোন সরকারি সম্মান লাগেনা 


কারন যত দিন গান থাকবে তত দিন কিশোর কুমার এর নাম থেকে যাবে মানুষের হৃদয়ে শুধু গান নয় কিশোর কুমার অভিনেতাও ছিলেন, ছবির পরিচালকও ছিলেন , সঙ্গীত পরিচালকও ছিলেন , গানের কথাও লিখতেন বলুন তো এই প্রতিভা আর কোথায় আছেনেই আর হবেও না

সংগৃহীত


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.