সিন্ডিকেট লড়াইয়ে অশান্ত বালিগঞ্জ, আহত ৪।
নজরবন্দি ব্যুরোঃ সিন্ডিকেট ইস্যুতে ফের অশান্তি ছড়ালো শহরে। এবার বালিগঞ্জের পেয়ারাবাগান এলাকায়। ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
এলাকাবাসী সূত্রে খবর, সিন্ডিকেট দখল নিয়ে প্রায়ই গন্ডগোল হত এলাকার দুই গোষ্ঠীর মধ্যে। গতকাল রাতে ফের অশান্তি শুরু হয়। জজ্ঞু, কেশব, লাড্ডু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অশান্তি সৃষ্টির অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বালিগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন রিঙ্কি পুরকায়স্থ সহ আরও তিন জন।

No comments