সিপিআই(এম) এর "ত্রাস" নেতা মজিদ মাস্টার এবার তৃণমূলে? জোর জল্পনা।
এরপর তিনি আরও বললেন, "রাজনীতিতে আমার আর থাকবার ইচ্ছা নেই। দুঃখ হয়, দল ঠিক পথে চলছে না। আদর্শচ্যুত হচ্ছে দল, তাই আর দলে ফেরা সম্ভব না। সিপিআই(এম) এখন হাত মিলিয়েছে কংগ্রেসের সঙ্গে। আর এদের সঙ্গে লড়াই করেই সারাটা জীবন কাটিয়ে দিয়েছি।"
এককালে যে মমতাকে শাসনে ঢুকতে দেননি সেই মজিদ মমতার সরকারের কন্যাশ্রী, সবুজ সাথীর মত প্রকল্পের প্রশংসাতেই এখন পঞ্চমুখ। তাঁর সাফ কথা, "এসব প্রকল্পে উপকৃত হচ্ছেন বাংলার মানুষ। তাই ভাল লাগছে"। এর পাশাপাশি তিনি আরও বলেন "যখন দেখি কন্যাশ্রীর টাকাতে বাচ্চা মেয়েরা লেখাপড়া করছে, ক্রমশ এগিয়ে যাচ্ছে, তখন খুব ভাল লাগে।"
এক দিকে সিপিআই(এম)কে সমালোচনা করা এবং অপরদিকে তৃণমূলকে প্রশংসায় ভরিয়ে দেন এই বাম নেতা।
এই বিরল ঘটনা থেকে রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে সিপি আই(এম) এর প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক রাজ্জাক সাহেবের পথ কি অনুসরণ করতে চলেছেন মজিদ মাস্টার? উত্তর দেবে সময়।

No comments