Header Ads

আই পিএল এর দুটি প্লে অফ ম্যাচ পেল ইডেন গার্ডেন্স।


নজরবন্দি ব্যুরো:  হওয়ার কথা ছিল পুনেতে।, সব জল্পনার অবসান ঘটিয়ে কলকাতার ইডেন গার্ডেন্সেই হবে আইপিএল-র দু'টি প্লে অফ ম্যাচ। শুক্রবার তা  জানিয়ে দিল আইপিএল গভর্নিং কাউন্সিল।

শুক্রবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে চেয়ারম্যান রাজীব শুক্লা জানায় "২৩ মে আইপিএল-র এলিমিনেটর এবং ২৫ মে কোয়ালিফায়ার-২ কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে" । ম্যাচ দুটি প্রথমে পুণেতে হওয়ার কথা থাকলেও কারেবী জলবণ্টন বিতর্কের কারণে চেন্নাইয়ের হোম ম্যাচ এখন পুনেতে চলছে। ধোনিদের ৬টি হোম ম্যাচ হবে এই পুনেতে। ফলে নিরাপত্তার কারণে পুনে থেকে আইপিএল-র এলিমিনেটর এবং কোয়ালিফায়ার-২ সরে এল কলকাতায়।

ইডেনে আইপিএল-র প্লে অফ ম্যাচ আয়োজনের করার ব্যাপারে বেশ আগ্রহী সিএবির যুগ্মসচিব অভিষেক ডালমিয়া। প্রসঙ্গত,মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২ মে আইপিএল-এর প্রথম কোয়ালিফায়ার ও ১৭ মে সেখানেই হবে ফাইনাল ম্যাচ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.