দিনে দুপুরে রানিগঞ্জ বাজারে দুঃসাহসিক ডাকাতি৷গুলির ঘায়ে আহত দুই৷
নজরবন্দি,আসানসোলঃ অশান্তির কালো মেঘ রানিগঞ্জের আকাশ থেকে
পুরোপুরি সরার আগেই,আবারো দিনে-দুপুরে বাজার এলাকায় সোনার দোকানে দুষ্কৃতীদের তাণ্ডব৷উঠছে
সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই প্রশ্ন!রানিগঞ্জ থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বড় বাজার এলাকায় বুধবার দুপুর ৩:৩০নাগাদ মুখে কাপড়
বাঁধা অবস্থায় চার বাইক আরোহী দুষ্কৃতী রানিগঞ্জ জুয়েলার্স দোকানে চড়াও হয়৷এবং দোকানের
মালিক অরূপ দে কে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক থলি অলঙ্কার লুঠ করে৷
বাধা দিতে গেলে দোকানের
মালিকের কাঁধে গুলি মারে৷গুলির ঘায়ে অরূপ বাবু লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা গুলি বোমা ছুঁড়তে
ছুঁড়তে এম জি রোড ধরে চম্পট দেয়৷তবে যাওয়ার সময় বাজার এলাকার ফুটপাতে এক কাপড়ের ব্যবসায়ী
ঝন্টু রায়কে গুলি মারে দুস্কৃতিরা৷গুলি ঝন্টু বাবুর মাথায় লাগায়,তিনিও লুটিয়ে পড়েন৷স্থানিয়রা
তাদের উদ্ধার করে ওই অঞ্চলের হাসপাতালে নিয়ে যায়৷তবে দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায়
তাদের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷
ঘটনাকে কেন্দ্র করে পুলিশ-প্রশাসন
সাথে সাথে তৎপর হয়৷এম জি রোড ও সি আর রোড থেকে তাজা বোমা উদ্ধার করে সেগুলিকে নিষ্ক্রিয়
করে৷একই সাথে সন্দেহ ভাজন দুজনকে আটক করেছে৷তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য
ছড়িয়ে পড়ে৷সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ সৃষ্টি হচ্ছে
বলে জানা গেছে৷

No comments