উচ্চ প্রাথমিকে শূন্য পদের সংখ্যা নিয়ে জটিলতা! বৃহত্তম আন্দোলনের হুমকি।
নজরবন্দি ব্যুরো: দীর্ঘ সংগ্রামের পর মিলেছে সাময়িক সাফল্য। হাই কোর্টের রায়ে উচ্চ প্রাথমিকের নিয়োগ জট খুলেছে। নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ জারি হলেও, উচ্চ প্রাথমিকে শূন্যপদের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
চাকরী প্রার্থীদের দাবি , ১৩ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের পরিবর্তে কমপক্ষে ৩০ হাজার শূন্যপদে নিয়োগ করুক রাজ্য সরকার। তাদের যুক্তি, প্রায় ৬ বছর শিক্ষক নিয়োগ নেই রাজ্যে। আর এই দাবিতেই ফের পথে নামতে চলেছে এসএসসি চাকরী প্রার্থীদের একটা বড় অংশ।
কিন্তু, কেন এই দাবি উঠছে ? পশ্চিমবঙ্গ চাকরী প্রার্থী মঞ্চের তরফে জানানো হয়েছে, দীর্ঘ মামলার কারণে টানা ছ’বছর নিয়োগ বন্ধ থাকার ফলে বেড়ে গিয়েছে শূন্যপদের সংখ্যা। কমিশন ও পর্ষদের দেওয়া হিসেব মতন, রাজ্যে শিক্ষকদের জন্য মোট ৫৯,৪৬৮ শূন্যপদ রয়েছে। তবে শিক্ষামন্ত্রী আগেই শূন্যপদ আরও বাড়ার কথা জানিয়েছিলেন। এক বিশ্বস্ত সূত্রের খবর, রাজ্যে উচ্চ প্রাথমিক ও প্রাথমিকে শিক্ষক নিয়োগে সব মিলিয়ে প্রায় ৫৫ হাজার ৬৪৭টি শূন্যপদে রয়েছে। ২০১৬ সালের উচ্চ প্রাথমিকে ১৬ হাজার ৫২৯টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।
এই রাজ্য শিক্ষকের ব্যাপক ঘাটতি মেটাতে রাজ্যের তরফে ৩১ হাজার নতুন নিয়োগের প্রস্তাবে শিলমোহর দেয় অর্থমন্ত্রক। কিন্তু, অভিযোগ, ১৬ হাজার ৫২৯টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও, মামলাকারীদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ রেখে বাদ দিলে পড়ে থাকে সাড়ে ১৩ হাজার আসনে নিয়োগ করতে চাইছে রাজ্য।
এর ফলে, কেন এত কম নিয়োগ হবে? এই নিয়ে ক্ষুব্ধ চাকরী প্রার্থীদের একটা বড় অংশ। আর এই ক্ষোভের কারণে অন্তত ৩০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে ভোটের পরে আন্দোলনে নামতে চলেছে চাকরী প্রার্থীদের একটা বড় অংশ।
চাকরী প্রার্থীদের দাবি , ১৩ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের পরিবর্তে কমপক্ষে ৩০ হাজার শূন্যপদে নিয়োগ করুক রাজ্য সরকার। তাদের যুক্তি, প্রায় ৬ বছর শিক্ষক নিয়োগ নেই রাজ্যে। আর এই দাবিতেই ফের পথে নামতে চলেছে এসএসসি চাকরী প্রার্থীদের একটা বড় অংশ।
কিন্তু, কেন এই দাবি উঠছে ? পশ্চিমবঙ্গ চাকরী প্রার্থী মঞ্চের তরফে জানানো হয়েছে, দীর্ঘ মামলার কারণে টানা ছ’বছর নিয়োগ বন্ধ থাকার ফলে বেড়ে গিয়েছে শূন্যপদের সংখ্যা। কমিশন ও পর্ষদের দেওয়া হিসেব মতন, রাজ্যে শিক্ষকদের জন্য মোট ৫৯,৪৬৮ শূন্যপদ রয়েছে। তবে শিক্ষামন্ত্রী আগেই শূন্যপদ আরও বাড়ার কথা জানিয়েছিলেন। এক বিশ্বস্ত সূত্রের খবর, রাজ্যে উচ্চ প্রাথমিক ও প্রাথমিকে শিক্ষক নিয়োগে সব মিলিয়ে প্রায় ৫৫ হাজার ৬৪৭টি শূন্যপদে রয়েছে। ২০১৬ সালের উচ্চ প্রাথমিকে ১৬ হাজার ৫২৯টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।
এর ফলে, কেন এত কম নিয়োগ হবে? এই নিয়ে ক্ষুব্ধ চাকরী প্রার্থীদের একটা বড় অংশ। আর এই ক্ষোভের কারণে অন্তত ৩০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে ভোটের পরে আন্দোলনে নামতে চলেছে চাকরী প্রার্থীদের একটা বড় অংশ।

No comments