Header Ads

পথ দূর্ঘটনার জেরে মৃতা পথচারীর পরিবারের ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ৷

নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ ঘটনাটি আসানসোল পুরসভার অন্তর্গত হীরাপুর থান এলাকার রিভারসাইড রোডের হস্টেল মোড়ে ঘটে৷বুধবার সকালে হোস্টেল মোড় সংলগ্ন এলাকায় ছায়া মালি ও রাধি মালাকার বাস ধরার জন্যে দাঁড়িয়ে থাকে৷
সেই সময় অরুণ কুমার নামের একজন আই এস পি আধিকারিক তার চলন্ত গাড়ি নিয়ে তাদের ধাক্কা মারে৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷স্থানিয়রা ওই দুই গুরুতর আহত মহিলাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে৷সেখানে ছায়া মালি কে মৃত ঘোষোনা করা হয়৷

এবং রাধি মালি গুরুতর আহত হওয়ায় বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷এই খবরে স্থানিয় ও মৃতের পরিবার ক্ষতিপুরণের দাবিতে পথ অবরোধে সামিল হয়৷প্রায় ঘন্টা তিনেক পথ অবরোধ চলার পর হীরাপুর থানার পুলিশের মধ্যস্ততায় ক্ষতিপুরণের আশ্বাস পেলে পথ অবরোধ উঠে যায়৷পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.