কন্ডাক্টর ছাড়াই চলবে বাস কলকাতার প্রথম ইলেক্ট্রিক বাস।
নজরবন্দি
ব্যুরোঃ কন্ডাক্টর ছাড়াই চলবে বাস কলকাতার প্রথম ইলেক্ট্রিক বাস। দূষণও নেই আবার কন্ডাক্টরও নেই তবুও চলছে বাস অবাক লাগছে তাই তো কিন্তু এটাই সত্যি। কারণ বাসের চালকই যাত্রীদের টিকিট কাটবেন। এরকমই নতুন বৈশিষ্ট্য নিয়ে কলকাতার পথে যাত্রা শুরু করল ইলেক্ট্রিক বাস। যা দেশের মধ্যে কলকাতায় প্রথম বলেই দাবি নিউ টাউন হিডকো পরিষদ।
বুধবার সকাল থেকেই নিউ টাউনে যাত্রী পরিষেবা শুরু করলো তিনটি ইলেক্ট্রিক বাস। নতুন এই উপনগরীর মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্যই এই বাস পরিষেবা চালু করা হল বলে জানায় কর্তৃপক্ষ। বাসে উঠলেই ভাড়া দশ টাকা। তা সে যাত্রী যে কোনও দূরত্বেই যান না কেন। কী কী নতুন জিনিস থাকছে এই বাসে? ১.ব্যাটারি নির্ভর বাতানুকুল এই বাসগুলি পুরোপুরি দূষণ মুক্ত। ২.নির্দিষ্ট জায়গাতেই একমাত্র দাঁড়াবে এই বাস ।
৩. ড্রাইভার সামনের দিকের দরজা খুলে দিলে একে একে যাত্রীরা উঠবেন। চালকের আসনের পাশেই রয়েছে একটি অটোমেটিক গেট যা অনেকটা বর্তমান মেট্রো স্টেশনে থাকা গেটের মতো। ৪. বাসে ওঠার পর চালকই যাত্রীর টিকিট কাটবেন। প্রতিটি টিকিট কাটার পর খুলবে গেট।

No comments