গোপনে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা? তা নিয়ে মুখ খুলেন অভিনেত্রী নিজে।
নজরবন্দি ব্যুরোঃ তিনি প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর ব্যাপ্তি এখন
বলিউড ছাড়িয়ে হলিউডে। কিন্তু তিনি তাঁর ব্যাক্তিগত সম্পর্ক নিয়ে সেভাবে কোন দিন
কিছু বলেননি। কিন্তু সম্প্রতি বি-টাউনে গুঞ্জন শুরু হয়েছে বিদেশে নাকি গোপনে বিয়ে
করে ফেলেছেন প্রিয়াঙ্কা!
এই ঘটনার সুত্রপাত তাঁর একটা ছবি কে গিরে। দেখা যাচ্ছে
ছবিটিতে তাঁর হাতে মঙ্গলসুত্রের মতো কিছু একটা পরা। তিনি যদি এনগেজমেন্ট রিং হাতে পরেন,
তাহলে সেটা সকলেই জেনে যাব। তাই নিয়ে তিনি বললেন নিজেকে বিভিন্ন নজর থেকে
বাঁচাতে ওই জিনিষটি তিনি পরেছেন। লুকোচুরির কোনও ব্যাপার নেই প্রিয়ঙ্কা, হাসতে হাসতে বলেছেন, জল্পনারও একটা মাত্রা থাকে। এটা সবমাত্রা ছাড়িয়ে গিয়েছে।
Loading...
কোন মন্তব্য নেই