Header Ads

আদালতের ঘোষনায় স্বস্তি মিললেও ফের ঘোর সংকটে উচ্চ প্রাথমিকের হবু শিক্ষকরা।


নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বহুদিনের জমে থাকা সমস্যার একটা বিরাট অংশের সমাধান করেছে হাইকোর্ট। গতকাল আদালতের ঘোষনায় বলা হয়, উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে আদালতের তরফে আর কোনো বাধা নেই। ফলে স্বস্তিতে আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা।

গতকাল আদালতের ঘোষনায় একথাও জানানো হয়, এবার শেষবারের মতো আপারে নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্তদের পাশাপাশি প্রশিক্ষণ হীনরাও সুযোগ পাবেন। এরপর স্কুল সার্ভিস কমিশনের তরফে বলা হয়, পঞ্চায়েত ভোটের পরেই তালিকা প্রকাশ এবং ইন্টারভিউ-এর সময়সূচী জানানো হবে। যে সমস্ত জায়গায় ইন্টারভিউ-এর সময় দেখা যাবে প্রশিক্ষণ প্রাপ্তদের সংখ্যা কম শূন্যপদের তুলনায় সেখানে সুযোগ পাবেন প্রশিক্ষণ হীনরা। কিন্তু যেখানে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থী দিয়ে শূন্যপদ পূরণ হওয়া সম্ভব সেখানে প্রশিক্ষণ হীনদের কোনো সুবিধা দেওয়া সম্ভব নয়।
কমিশনের এই ঘোষনার পরেই ফের চিন্তার কালো মেঘ দেখা দিয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। আদালতের রায়ে যদিও বলা হয়েছে যে প্রশিক্ষণ হীনরা এবার ডাক পাবেন ইন্টারভিউতে, কিন্তু তার ফলে কি আদৌ শিকে ছিঁড়বে তাদের ভাগ্যে। ইন্টারভিউ তে ডাক পেলেও চাকরি কি মিলবে? স্কুল সার্ভিস কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, প্রশিক্ষণ প্রাপ্তদের সংখ্যা যেখানে শূন্যপদের তুলনায় বেশি সেখানে সুযোগ মিলবে না প্রশিক্ষণ হীনদের। এখানেই সমস্যা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, যে পরিমাণ শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত তাতে কি প্রশিক্ষণ প্রাপ্তদের ঘাটতি পড়বে? মোট ১২,৬০০ পদে নিয়োগের কথা বলা হয়েছে। এই স্বল্প সংখ্যক পদে কি প্রশিক্ষণ প্রাপ্তদের স্থান দিয়ে প্রশিক্ষণ হীনদের জন্য স্থান সংকুলান করতে পারবে স্কুল সার্ভিস কমিশন? খতিয়ান বলছে, সেই সম্ভাবনা খুবই কম। ফলে আদালতের ঘোষনার পরেও পুরোপুরি স্বস্তি পেলেন না আপার প্রাইমারির হবু শিক্ষকরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.