আদালতের ঘোষনায় স্বস্তি মিললেও ফের ঘোর সংকটে উচ্চ প্রাথমিকের হবু শিক্ষকরা।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বহুদিনের জমে থাকা সমস্যার একটা বিরাট অংশের সমাধান করেছে হাইকোর্ট। গতকাল আদালতের ঘোষনায় বলা হয়, উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে আদালতের তরফে আর কোনো বাধা নেই। ফলে স্বস্তিতে আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা।
গতকাল আদালতের ঘোষনায় একথাও জানানো হয়, এবার শেষবারের মতো আপারে নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্তদের পাশাপাশি প্রশিক্ষণ হীনরাও সুযোগ পাবেন। এরপর স্কুল সার্ভিস কমিশনের তরফে বলা হয়, পঞ্চায়েত ভোটের পরেই তালিকা প্রকাশ এবং ইন্টারভিউ-এর সময়সূচী জানানো হবে। যে সমস্ত জায়গায় ইন্টারভিউ-এর সময় দেখা যাবে প্রশিক্ষণ প্রাপ্তদের সংখ্যা কম শূন্যপদের তুলনায় সেখানে সুযোগ পাবেন প্রশিক্ষণ হীনরা। কিন্তু যেখানে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থী দিয়ে শূন্যপদ পূরণ হওয়া সম্ভব সেখানে প্রশিক্ষণ হীনদের কোনো সুবিধা দেওয়া সম্ভব নয়।
Loading...
কোন মন্তব্য নেই