Header Ads

মেয়ের বিয়ে নিয়ে এই প্রথম মুখ খুললেন আনিল। কি জানালেন গর্বিত বাবা?


নজরবন্দি ব্যুরোঃ  সোনম-আনন্দ আহুজার বিয়ে নিয়ে বি-টাউনে যতই হৈচৈ হোক না কেন বাবা অনিল কাপুর কিন্তু এতদিন চুপই ছিলেন। তবে এবার মেয়ের বিয়ে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন অনিল কাপুর।
পিটিআইকে অনিল কাপুর জানান, ''আমার কেরিয়ারের শুরু থেকেই সংবাদ মাধ্যম আমার এবং আমার পরিবারের সঙ্গেই ছিল। আমিও সংবাদমাধ্যমকে প্রায়
সবকিছুই জানিয়েছি। এবার সোনমের বিয়ের বিষয়েও সংবাদমাধ্যাম সবই জানতে পারবে। এনিয়ে লুকনোর কিছুই নেই। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার বাড়ির সামনে আলো লাগানো হচ্ছে, সাজানো হচ্ছে।'' জানা গিয়েছে আগামী ৮ মে আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে বাধা পড়ছেন তিনি। বিয়ের আসর বসছে সুনীতা কাপুরের ঠাকুমার বাড়িতে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.