Header Ads

আবার ভাঙন সিপিআই(এম)-এ ! নির্বাচনের মুখে দল ছাড়লেন শতাধিক।


নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের মুখে আরও চাপে সিপিআই(এম) ডেবরা ব্লক এলাকার প্রায় ১০০জন বাম কর্মী সমর্থক সোমবার যোগ দিলেন তৃণমূলেডেবরা ব্লক তৃনমূল কংগ্রেসের নেতা বিবেক মুখোপাধ্যায়  কোর কমিটির সদস্য অলোক আচার্যের হাত থেকে তাঁরা তৃণমূলের পতাকা তুলে নেন



এদিকে নিজেদের দলের জয় নিশ্চিত জেনে অন্য প্রার্থীর হয়ে প্রচারে নামলেন পাশের পঞ্চায়েতের দুই প্রার্থী পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের মালিগ্রাম তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী শ্রাবণী মান্না  পঞ্চায়েত সমিতির প্রার্থী রাবিয়া বিবির বিরুদ্ধে কোন প্রার্থী নেই
জয় নিশ্চিত জেনেই জনসংযোগ বাড়াতে জোর দিচ্ছেন প্রথমবারের জন্য প্রার্থী হওয়া এই দুই গৃহবধূ পাশাপাশি জেলা পরিষদের প্রার্থী সেখ সবেরাতির হয়ে চলছে প্রচার

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.