ভোটের আগে বাড়ল ১০০ দিনের কাজের মজুরি।
নজরবন্দি ব্যুরোঃ ভোটের
ঠিক আগে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানাল পশ্চিমবঙ্গ-সহ দেশের বেশ কিছু রাজ্যে বাড়ল ১০০ দিনের
কাজের মজুরি। এ রাজ্যে মজুরি হল ১৯১ টাকা।
আগে ছিল ১৮০ টাকা। ১১ টাকা বারল।
তামিলনাড়ু মজুরি বৃদ্ধি করেছে ১৯ টাকা।কর্ণাটক ও কেরালা এই দুই রাজ্যেই ১৩ টাকা করে মজুরি বাড়িয়েছে একশো দিনের কাজের শ্রমিকদের।
t
Loading...
কোন মন্তব্য নেই