বর্বরতার চূড়ান্ত! যোগীর রাজ্যে দলিতকে মূত্রত্যাগ করে খাওয়ানো হল সেই মূত্র!
নজরবন্দি ব্যুরোঃ বিজেপি শাসনের চরম অমানবিক দিক আবার প্রকাশ্যে। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে এক দলিত কৃষককে মূত্রত্যাগ করে সেই মূত্র পান করতে বাধ্য করা হল।
বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিত হেনস্থার ঘটনা নতুন নয়। তথাকথিত হিন্দু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে ফের চরম অমানবিক অত্যাচারের শিকার হলেন এক দলিত। উত্তরপ্রদেশের বদাউন জেলার দলিত কৃষক সীতারাম বাল্মীকি 'উচ্চবর্ণ'এর হিন্দুদের কথামতো শস্য চাষ না করে গম চাষ করায় তাকে মারধোর করা হয়। এমনকি নিজের মূত্র পান করতেও বাধ্য করা হয়, অভিযোগ।
সীতারামের অভিযোগ, গত রবিবার তিনি মাঠে গম বুনতে গেলে সেখানে উপস্থিত হন চারজন উচ্চ সম্প্রদায়ের হিন্দু। তারা সীতারামকে তাদের দেওয়া গম চাষ করতে বলে। সেই কথায় রাজী না হওয়ায় তাকে মারধোর করা হয়, জুতো খুলে সেই জুতো দিয়ে মারা হয়। অসম্মানজনক ভাবে গোঁফ কেটে দেওয়া হয়। এখানেই অত্যাচারের শেষ নয়, এরপর তাকে মূত্রত্যাগ করানো হয় এবং নিজের মূত্র জোর করে পান করানো হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন সীতারামের স্ত্রী। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিত হেনস্থার ঘটনা নতুন নয়। তথাকথিত হিন্দু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে ফের চরম অমানবিক অত্যাচারের শিকার হলেন এক দলিত। উত্তরপ্রদেশের বদাউন জেলার দলিত কৃষক সীতারাম বাল্মীকি 'উচ্চবর্ণ'এর হিন্দুদের কথামতো শস্য চাষ না করে গম চাষ করায় তাকে মারধোর করা হয়। এমনকি নিজের মূত্র পান করতেও বাধ্য করা হয়, অভিযোগ।
সীতারামের অভিযোগ, গত রবিবার তিনি মাঠে গম বুনতে গেলে সেখানে উপস্থিত হন চারজন উচ্চ সম্প্রদায়ের হিন্দু। তারা সীতারামকে তাদের দেওয়া গম চাষ করতে বলে। সেই কথায় রাজী না হওয়ায় তাকে মারধোর করা হয়, জুতো খুলে সেই জুতো দিয়ে মারা হয়। অসম্মানজনক ভাবে গোঁফ কেটে দেওয়া হয়। এখানেই অত্যাচারের শেষ নয়, এরপর তাকে মূত্রত্যাগ করানো হয় এবং নিজের মূত্র জোর করে পান করানো হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন সীতারামের স্ত্রী। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
Loading...
কোন মন্তব্য নেই