Header Ads

আবার ভাইরাল প্রিয়া প্রকাশ! এবার গোলাপী রূপে। দেখুন ছবি

নজ
রবন্দি ব্যুরোঃ উরু আদার লাভ সেই সেই চোখের চাহনী ভোলেননি নিশ্চয়ই কেউ। গোটা দেশের যুবক হৃদয় ঘায়েল হয়েছিল প্রিয়া প্রকাশের মিষ্টি হাসি আর ভ্রু-র নাচনে। আবার ভাইরাল হল প্রিয়ার নতুন ছবি, যা দেখতে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে ভীড়।

নতুন ছবিতে প্রিয়াকে দেখা যাচ্ছে উরু আদার লাভে তাঁর নায়ক রোশন আবদুল রউফেত সাথে। প্রিয়া পরেছেন একটি হালকা গোলাপী রঙের শাড়ি। তাঁর কাঁধে হাত দিয়ে রয়েছে আবদুল। প্রিয়ার এই নতুন ছবি ফের পাগল করেছে তাঁর ভক্তকূলকে। দেখুন সেই ছবি-


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.