রাজ্য তথা জেলা জুড়ে আইন-শৃঙ্খলার অবনতির কারণে সিপির সাথে সাক্ষাৎ করলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল৷
নজরবন্দি,আসানসোলঃ রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি ও পঞ্চায়েত ভোট কে কেন্দ্র করে তৃণমূল আশ্রিত গুণ্ডাদের হাতে বিজেপি কর্মী
সমর্থকেরা যে
ভাবে আক্রান্ত হচ্ছেন,তাদের মিথ্যে মামলায় যে
ভাবে ফাঁসানো হচ্ছে—তার প্রতিবাদে সিপি সাহেব লক্ষী নারায়ণ মীনার সাথে সাক্ষাৎ করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির পাঁচ সদস্যের দল৷এই দলের নেতৃত্ব দেন প্রাক্তন ডিজি
তথা আই
পি এস
আর কে
হাণ্ডা মহাশয়৷মূলত তারা প্রতিটি জেলাতেই পুলিশ
প্রশাসনের উচ্চ অধিকর্তাদের সাথে দেখা করে প্রতিবাদ তুলে ধরছেন৷ পরিসংখ্যান হিসাবে জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলায় পঞ্চায়েত ভোটে গ্রাম পঞ্চায়েত,সমিতি ও পরিষদে প্রার্থী ছিল যথাক্রমে ২৩৮,৫৬ এবং ১২ জন৷যা বর্তমানে তৃণমূল আশ্রিত গুণ্ডাদের হুমকিতে কমে দাঁড়িয়েছে১৬৪,৩৫ ও ১১টি আসনে৷পাশাপশি বিজেপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, শিল্পাঞ্চল জুড়ে নানান অবৈধ কারবার চলছে৷তার সাথে যুক্ত লোকেরাই তৃণমূলের ছত্র-ছায়ায় রয়েছে৷অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে নীরব
রয়েছে৷অভিযোগের ভিত্তিতে মীনা সাহেব তাদের আশ্বাস দিয়েছেন,—তিনি বিষয়টি খতিয়ে দেখবেন৷তবে অবৈধ কারবারে যুক্ত ব্যক্তিদের আয়ত্ত্বে আনতে কেন্দ্রীয় নীতিরও কিছু পরিবর্তন দরকার বলে তিনি অভিমত ব্যক্ত করেণ৷বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্যদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়,তারা ইতিমধ্যেই একটি রজ্যস্তরের রিপোর্ট তৈরী করেছেন ৷যা আগামী দিনে কেন্দ্রে দাখিল করা হবে৷তাদের এই আজকের প্রতিবাদে অবস্থার যদি কোনো প্রকার সুরাহা না হয়,তাহলে আগামী দিনে তারা অনশন আন্দোলন গড়ে তুলবেন৷এর পরেই প্রতিনিধি দলটি বীরভূমের উদ্দেশ্যে রওনা দেয় বলে জানা গেছে৷
প্রশাসনের উচ্চ অধিকর্তাদের সাথে দেখা করে প্রতিবাদ তুলে ধরছেন৷ পরিসংখ্যান হিসাবে জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলায় পঞ্চায়েত ভোটে গ্রাম পঞ্চায়েত,সমিতি ও পরিষদে প্রার্থী ছিল যথাক্রমে ২৩৮,৫৬ এবং ১২ জন৷যা বর্তমানে তৃণমূল আশ্রিত গুণ্ডাদের হুমকিতে কমে দাঁড়িয়েছে১৬৪,৩৫ ও ১১টি আসনে৷পাশাপশি বিজেপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, শিল্পাঞ্চল জুড়ে নানান অবৈধ কারবার চলছে৷তার সাথে যুক্ত লোকেরাই তৃণমূলের ছত্র-ছায়ায় রয়েছে৷অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে নীরব
রয়েছে৷অভিযোগের ভিত্তিতে মীনা সাহেব তাদের আশ্বাস দিয়েছেন,—তিনি বিষয়টি খতিয়ে দেখবেন৷তবে অবৈধ কারবারে যুক্ত ব্যক্তিদের আয়ত্ত্বে আনতে কেন্দ্রীয় নীতিরও কিছু পরিবর্তন দরকার বলে তিনি অভিমত ব্যক্ত করেণ৷বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্যদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়,তারা ইতিমধ্যেই একটি রজ্যস্তরের রিপোর্ট তৈরী করেছেন ৷যা আগামী দিনে কেন্দ্রে দাখিল করা হবে৷তাদের এই আজকের প্রতিবাদে অবস্থার যদি কোনো প্রকার সুরাহা না হয়,তাহলে আগামী দিনে তারা অনশন আন্দোলন গড়ে তুলবেন৷এর পরেই প্রতিনিধি দলটি বীরভূমের উদ্দেশ্যে রওনা দেয় বলে জানা গেছে৷

No comments