শিক্ষকদের বেতন বৈষম্য ও বেতন বঞ্চনার ফয়সালা এবার আদালতে! জানুন মামলার বিস্তারিত আপডেট।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিক্ষক অসন্তোষ ক্রমাগত বাড়ছে। বেতন সংক্রান্ত বৈষম্য নিয়ে একাধিক শিক্ষক সংগঠন সরব হয়েছিল। সংগঠনের সদস্য শিক্ষকরা তাদের ন্যায্য বেতনের দাবি জানিয়ে আন্দোলন করেছেন, এমনকি স্কুল শিক্ষ দপ্তরের কাছে অবধি গিয়েছেন। এবার বেতন বৈষম্যের অভিযোগ তুলে আদালতে মামলা করলেন স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষকরা। রাজ্যের মাধ্যমিক স্তরের জন্য নিযুক্ত পাশ গ্রাজুয়েট শিক্ষক শিক্ষিকাদের দাবি, এনসিটিই-র নিয়ম অনুসারে তাদের নিয়োগ করা হলেও সর্বভারতীয় স্তরের পে স্কেল থেকে তারা বঞ্চিত। এই নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের কাছে একাধিক বার দাবি জানালেও তাতে কান দেওয়া হয়নি বলে দাবি শিক্ষকদের। এরপরেই নিজেদের প্রাপ্য আদায়ের দাবিতে পাশ গ্র্যাজুয়েট ক্যাটেগরির শিক্ষকদের নিয়ে একটি সংগঠন গড়ে ওঠে যার নাম 'বেঙ্গল গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন'। তারাই মামলা করে আদালতে। গতকাল হাইকোর্টে এই মামলার শুনানি হয়।

No comments