কলকাতা পুলিশের এই কীর্তি শুনলে আপনিও বলবেন 'পথের প্রহরী সেলাম!'
নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুলিশ, কথাটা মাথায় এলেই মনে পড়ে যায় সাদা পোশাক আর লাল বুলেটে সুসজ্জিত একদা স্কটল্যান্ড ইয়ার্ড কে পাল্লা দেওয়া বাহিনীর। আজও কলকাতা পুলিশের নাম এক সারিতে উচ্চারিত হয় বিশ্বব্যাপী একাধিক প্রসিদ্ধ পুলিশ বাহিনীর পাশাপাশি।
আর মানবিকতার দিক থেকে কলকাতা পুলিশের পারফরমেন্স দেশের যেকোন প্রান্তের পুলিশ ফোর্সের থেকে বেশি উজ্জ্বল।
এ হেন কলকাতা পুলিশ আজ থেকে প্রায় এক দশক আগে শুরু করেছিল শহরের প্রবীণ নাগরিক দের জন্যে একটি প্রকল্প, যার পোশাকি নাম 'প্রনাম'! দশ বছরে 'প্রনাম' প্রকল্পে সদস্য ছাড়িয়েছে ১৩ হাজারেরও বেশি।
'প্রনাম' নামটা শুনলেন কিন্তু 'প্রনাম' ব্যাপারটা কি? শহরের প্রবীণ সহনাগরিকদের বিপদে-আপদে সাহায্যের হাত বাড়ানোর উদ্দেশ্যে তৈরি হওয়া কলকাতা পুলিশের প্রকল্প হল ‘প্রণাম’। আর সুখের খবর ‘প্রণাম’-এর সদস্যপদ এ বার অনলাইনেও! ৬৫ বছর বা তার বেশি বয়স্ক প্রবীণ সহনাগরিকরা এই প্রকল্পে নিজেদের নথিভুক্ত করতে পারেন ।
নথিভুক্ত হওয়ার ফর্ম এতদিন পাওয়া যেত সংশ্লিষ্ট থানা থেকে । বয়স্কদের অনেকের পক্ষে থানায় যাওয়া কষ্টসাপেক্ষ । তাই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য নির্দিষ্ট ফর্ম এখন থেকে পাওয়া যাবে অনলাইনেও । কলকাতা পুলিশের ওয়েবসাইট www.kolkatapolice.gov.in–এ পাওয়া যাবে প্রয়োজনীয় তথ্য । পথের প্রহরীদের নজরবন্দির সেলাম।
আর মানবিকতার দিক থেকে কলকাতা পুলিশের পারফরমেন্স দেশের যেকোন প্রান্তের পুলিশ ফোর্সের থেকে বেশি উজ্জ্বল।
এ হেন কলকাতা পুলিশ আজ থেকে প্রায় এক দশক আগে শুরু করেছিল শহরের প্রবীণ নাগরিক দের জন্যে একটি প্রকল্প, যার পোশাকি নাম 'প্রনাম'! দশ বছরে 'প্রনাম' প্রকল্পে সদস্য ছাড়িয়েছে ১৩ হাজারেরও বেশি।
'প্রনাম' নামটা শুনলেন কিন্তু 'প্রনাম' ব্যাপারটা কি? শহরের প্রবীণ সহনাগরিকদের বিপদে-আপদে সাহায্যের হাত বাড়ানোর উদ্দেশ্যে তৈরি হওয়া কলকাতা পুলিশের প্রকল্প হল ‘প্রণাম’। আর সুখের খবর ‘প্রণাম’-এর সদস্যপদ এ বার অনলাইনেও! ৬৫ বছর বা তার বেশি বয়স্ক প্রবীণ সহনাগরিকরা এই প্রকল্পে নিজেদের নথিভুক্ত করতে পারেন ।
নথিভুক্ত হওয়ার ফর্ম এতদিন পাওয়া যেত সংশ্লিষ্ট থানা থেকে । বয়স্কদের অনেকের পক্ষে থানায় যাওয়া কষ্টসাপেক্ষ । তাই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য নির্দিষ্ট ফর্ম এখন থেকে পাওয়া যাবে অনলাইনেও । কলকাতা পুলিশের ওয়েবসাইট www.kolkatapolice.gov.in–এ পাওয়া যাবে প্রয়োজনীয় তথ্য । পথের প্রহরীদের নজরবন্দির সেলাম।
No comments