Header Ads

শালবনীতে মমতার স্বপ্নের কর্মতীর্থে সুব্রতর নির্বাচনী জনসভা।


নজরবন্দি,শালবনীঃ শালবনী ব্লক তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে শালবনী হাটতলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের কর্মতীর্থ প্রকল্পের ঝাঁ চকচকে মার্কেট কমপ্লেক্স এ সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস এর রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সীর উপস্থিতিতে এক বিশাল নির্বাচনী জনসভা আজ অনুষ্ঠিত হলো। এছাড়াও শালবনীর ব্লক তৃণমূলের  সভাপতি নেপাল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, জেলা নির্বাচনী কমিটির প্রধান দেবাশীষ (মুনমুন) চৌধুরী, বিধায়ক শ্রীকান্ত মাহাত ও প্রার্থীরা জেলা পরিষদে অঞ্জন মাহাত,ও বিভিন্ন স্তরে প্রতিদ্বন্দ্বিতা করা আঞ্চলিক নেতৃত্ব কৃষ্নসাধন ঘোষ,রামপদ মাহাতো,নিতাই মাহাতো , লক্ষী ঘোষ, জোতিপ মাহাত, কাসেম খান, সন্দীপ সিংহ, মিনু কোয়াড়ী, নিবেদিতা মুখার্জী, সুমন বেতাল, লক্ষী সিং, মদন ধল প্রমুখ। দুপুর ৩টার চড়া রৌদ্রেও সাধারণ মানুষ বিশেষত মহিলাদের মধ্যে তুমুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আজকের সভায় সুব্রত বক্সী মহাশয় বিগত সাত বছরের মা মাটি মানুষের সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে বক্তারা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সমস্ত তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান। এইবারে শালবনী ব্লকে নির্বাচনে প্রথমবার জনগণের সামনে অবতীর্ণ হয়েছেন হেভিওয়েট প্রার্থী ও পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ। শালবনীর দুটি জেলা পরিষদ প্রার্থী পদে শালবনী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও অভিভাবক শ্রী নেপাল সিংহ মহাশয় তিনি জয়ের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরে জনগণের আশীর্বাদ প্রার্থী। জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত।দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ নেপাল বাবুর মাটি আঁকড়ে তৎকালীন বিরোধী রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতার সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে এলাকার খোল নলচে বদলে দিয়ে উন্নয়নের জোয়ার আনা ।অপর দিকে তরুণ তুর্কি সংগঠক, ক্রীড়া প্রশাসক, মানুষের সুখ দুঃখের সাথী সন্দীপ সিংহ এবং অপর জেলা পরিষদে প্রার্থী বিধায়ক পত্নী অঞ্জন মাহাতো ও বিধায়ক শ্রীকান্ত মাহাত বলেন আগামী দিনগুলিতে তাঁরা যৌথভাবে উন্নয়নের কাজ ত্বরান্বিত করবেন। সব মিলিয়ে শালবনির রাজনৈতিক আসর এখন জমজমাট। সমস্ত কর্মী সমর্থক ও সাধারণ মানুষ অকাল হোলির অপেক্ষায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.