Header Ads

কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রেই চলছে ইসিএলের কয়লা খনিগুলিতে অবৈধ কারবারঃ মেয়র৷


নজরবন্দি, আসানসোলঃ কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রেই ইসিএলের কয়লা খনিগুলিতে চলছে অবৈধ কারবার৷শুক্রবার সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করলেন আসানসোলের মহানাগরীক তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জীতেন্দ্র কুমার তিওয়ারী৷তিনি তার বক্তব্যের স্বপক্ষে বলেন,ইসিএল বার বার দাবি করছে তারা তাদের সম্পত্তি রক্ষা করতে পারছে না৷অন্য দিকে ২২৬৮জন ঠিকা শ্রমিক কে তারা প্রায় এক বছরের কাছাকাছি সময় বসিয়ে রেখেছে৷তাদের কাজে পুনর্বহালের বিষয়টিও বার বার উপেক্ষা করে চলেছে৷স্বভাবতই সিকিউরিটি গার্ড নিয়োগ না করে ইসিএল  নিজেই চাইছে তার সম্পত্তি চুরি হোক৷যাতে কেন্দ্রীয় সরকার অদূর ভবিষ্যতে বলতে পারে ইসিএল লোকসানে চলছে৷ইতিপূর্বে ২২৬৮জন কর্মচ্যুত শ্রমিকদের নিয়ে বহু আন্দোলন গড়ে তোলা হয়েছে৷জেলা শাসকের দপ্তরের মাধ্যমেও ইসিএল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে৷তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কাজ হারানো শ্রমিকদের সমর্থনে ইসিএলের বিভিন্ন এরিয়া অফিসে বিগত ২,,৪ তারিখে অবস্থান বিক্ষোভও করা হয়েছে৷তারপরেও ইসিএল কর্তৃপক্ষ বিষয়টিতে উদাসীন৷তাই আগামী ৩০মে ইসিএলের সদর দপ্তর ডিসেরগড় সাঁকতোড়িয়া অফিসে, তৃণমূলের পক্ষ থেকে অবস্থান ও ঘেরাও বিক্ষোভের কর্মসূচী ঘোষণা করলেন মেয়র৷পাশাপাশি অন্যান্য গণতান্ত্রিক সংগঠনগুলিকেও এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানালেন৷এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর অঞ্চলের শ্রমিক নেতা সোমনাথ চ্যাটার্জী সহ আরও অনেকে৷

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.