অভিনব নির্বাচনী প্রচারে মানুষের মন কাড়ছেন সাংসদ অর্পিতা।
নজরবন্দি ব্যুরোঃ সামনেই ভোট তাই সমস্ত রাজনৈতিক দল কোমর
বেঁধে নেমে পড়েছে প্রচারে। সবাই সবাই কে টেক্কা দিতে চাইছে প্রচারে। কিন্তু সব্বাই
কে পেছনে ফেলে দিয়েছেন বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ।তিনি গান গাইছেন ভোট দিন ভোট
দিন মমতাকে ভোট দিন, ভোট দিন ভোট দিন, ঘাস ফুলে ভোট দিন- সাংসদের গলার এই
গানে মুগ্ধ হয়ে গ্রাম গ্রামাঞ্চলের আট থেকে আশি ভিড় জমাচ্ছেন সকলেই। আর তার জন্যই
সাংসদ অর্পিতার নির্বাচনী প্রচার ক্রমশই জমজমাট হয়ে উঠেছে জেলা জুড়ে।ভোটের ময়দানে
সাংসদকে হাতের কাছে পেয়ে অভাব অভিযোগ জানাতে ভিড় করছেন সাধারণ মানুষও। তেমনি সেই
সুযোগকে কাজে লাগিয়ে মানুষের কাছে আশির্বাদ হিসাবে ভোট চাইবার জন্য দুহাত
বাড়াচ্ছেন সাংসদও।তিনি জানিয়েছে, সরকারের উন্নয়নমুখী প্রকল্পকে তুলে ধরাই তাদের লক্ষ্য। যার
মাধ্যমে এ জেলায় বিরোধী শূন্য ভাবে জেলা পরিষদ ও পঞ্চায়েত দখল করবে তৃণমূল ।

No comments