আদালতের সঙ্কেত! ১৪ মে নির্বাচন না হওয়ার সম্ভাবনা! পড়ুন পঞ্চায়েত ভোটের শেষ আপডেট।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষনা করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামি ১৪ মে ভোট গ্রহণের কথা জানানো হয়েছে। কিন্তু সেই তারিখে কি হবে পঞ্চায়েত ভোট? এই প্রশ্নকে অনেকটা নিশ্চয়তার দিকে নিয়ে গেল আজকের পঞ্চায়েত মামলায় সিঙ্গল বেঞ্চের শুনানি।
সিপিআইএম ও পিডিএস এর করা পঞ্চায়েত মামলার দ্বিতীয় দফার শুনানিতে বিচারপতি সুব্রত তালুকদার পঞ্চায়েত ভোটের তারিখ হিসেবে ১৪ মে-কে একটি প্রস্তাবিত তারিখ হিসেবে ব্যাখ্যা করেন। অর্থাৎ ওই তারিখে ভোট না-ও হতে পারে। বিচারপতির কথায় এটা স্পষ্ট, নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এখনো সন্তুষ্ট নয় আদালত। সেই বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত ভোটের দিন নিশ্চিত হওয়া কার্যত সম্ভব নয়, সিঙ্গল বেঞ্চের ঘোষনায় এটা পরিষ্কার।
আজ সিঙ্গল বেঞ্চেরে বিচারপতি বলেন, ভোটের দিনে নিরাপত্তা এবং অন্যান্য বিষয় গুলি নিয়ে কতটা কি করতে পেরেছে রাজ্য তার খতিয়ান প্রধান বিচারপতির কাছে জমা দিতে হবে নির্বাচন কমিশনকে। প্রধান বিচারপতি তাতে সন্তুষ্ট হলে তবেই মে মাসের ১৪ তারিখ ভোট গ্রহণ সম্ভব।
নির্বাচনের দিন স্থির করার ক্ষেত্রে মূলত ডিভিশন বেঞ্চের কোর্টেই বল ঠেলে দিয়েছে সিঙ্গল বেঞ্চ। এদিকে ১৪ মে আসতে আর বেশি দেরি নেই। এই অল্প সময়ের মধ্যে মামলা যেভাবে জটিলতর হচ্ছে তাতে পূর্ব নির্ধারিত তারিখে নির্বাচন সম্পন্ন করা প্রায় অসম্ভব, মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে মঙ্গলবার শুনানি শেষে রাজ্যে পঞ্চায়েত ভোট আরও গভীর জলে চলে গেল, অন্তত পরিস্থিতি সেটাই বলছে!
Loading...
কোন মন্তব্য নেই