জমি বিবাদকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু৷
নজরবন্দি, আসানসোলঃ—ঘটনাটি হীরাপুর থানার অন্তর্গত শ্যামবাঁধ এলাকার ভালুকজোড়ের ঘটনা বলে জানা
গেছে৷ধনঞ্জয় বাউড়ি(৭০) নামের বৃদ্ধকে জমি মাফিয়ারা পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ
করেছে বাড়ির লোক৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷পরিবার ও গ্রামের
লোক মৃতদেহ আটকে
বিক্ষোভ দেখাতে শুরু করে৷পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে
হীরাপুর থানার পুলিশ৷তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে
গ্রামবাসীদের বিক্ষোভ এখনো চলছে বলে জানা
গেছে৷
Loading...
কোন মন্তব্য নেই