দমদম স্টেশনে যুবক যুবতী প্রহারের প্রতিবাদে জমায়েত নবপ্রজন্মের।
নজরবন্দি ব্যুরোঃ ঘটনা ঘটে গেছে ২৪ ঘন্টা হলো।
অনেক ঝড় সংবাদমাধ্যম ,সোশ্যাল মিডিয়া উঠলেও কাউকে রাস্তায় নামতে
দেখা যায়নি এবার সেই কাজ করলো তরুণ প্রজন্ম কার্যত সব বাধা পার করে আজ দমদম
মেট্রোর সামনে জমায়েত হল তারা। তাদের দাবি মেট্রো স্টেশন সামনে এত হাই সিকিউরিটি জোনে কিভাবে নিগৃহীত হয় ওই তরুণ তরুণী, তারা সবটাই দায়ী করছে আরপিফ কে,কেন কোনও রকম সাহায্য পুলিশ এর কাছ থেকে পাওয়া গেল না এরকম নিষ্ক্রিয়তার কিছু
অভিযোগ তুলেছে তারা।
এক আন্দোলন রত তরুণীর বক্তব্য "এত
সামান্য একটা ঘটনায় কিভাবে এরকম কিছু হতে পারে যেখানে এত সিকিউরিটি , আরপিফ দিয়ে ঘেরা থাকে স্টেশন চত্বর,এটা তরুণ প্রজন্ম এর পক্ষে একটা আতঙ্কের
ব্যাপার এর পুরো প্রতিকার চাই কেন কোনো
ব্যবস্থা পুলিশ নিলনা" সূত্রানুসারে খবর, আন্দোলনকারী দের কথায় যেহেতু সি সি টিভি ক্যামেরাতে মুখ দেখা গেছে তাই এফআইআর
নিয়ে এখুনি গ্রেপ্তার করতে হবে। নাহলে বিক্ষোভ চলতে থাকবে।
Loading...
কোন মন্তব্য নেই