নির্বাচনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তড়িঘড়ি বৈঠক নবান্নে! রায়ের দিকে তাকিয়ে বাংলা।
নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটের নিরাপত্তা নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছেন। আর এবার সেই বিষয় নিয়ে বিশেষ বৈঠক বসতে চলেছে আগামী বৃহস্পতিবার। ভোটে নিরাপত্তা বাহিনী কি ভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ওই বৈঠকে। নবান্ন সূত্রে খবর, ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি-সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চে ভোটের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কমিশনকে তিরস্কার করে। এক দিকে আদালত যেমন কমিশনের ১৪ মে ভোট ঘোষণাকে এক তরফা আখ্যা দিয়ে প্রধান বিচারপতির বিবেচনাধীনের নির্দেশ দেয়, তেমনই পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নিয়েও রিপোর্ট জমা করার নির্দেশ দেয়।
কমিশনের নির্ধারিত দিনে ভোট হবে কিনা, তা আদালত জানাতে পারে কমিশনের জমা করা নিরাপত্তা রিপোর্টটি হাতে পাবার পরেই। তবে কমিশন এর আগেও দাবি করেছে, নিরাপত্তা দেওয়ার যথাযথ ব্যবস্থা তাদের হাতে মজুত আছে। কিন্তু সেই ব্যবস্থার রিপোর্ট জমা করার পরই আগামী ৪ মে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে, নির্ধারিত দিনে ভোট হবে কিনা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চে ভোটের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কমিশনকে তিরস্কার করে। এক দিকে আদালত যেমন কমিশনের ১৪ মে ভোট ঘোষণাকে এক তরফা আখ্যা দিয়ে প্রধান বিচারপতির বিবেচনাধীনের নির্দেশ দেয়, তেমনই পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নিয়েও রিপোর্ট জমা করার নির্দেশ দেয়।

No comments