Header Ads

নিয়োগ নিয়ে কি ভাবছে রাজ্য? সাংবাদিক সম্মেলনে হবু শিক্ষকদের সব প্রশ্নের উত্তর দিলেন কামাল হোসেন। #Exclusive


নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে উদ্বিগ্ন চাকরি প্রার্থীরা। ইতিমধ্যেই সেই চিন্তা অনেকটা লাঘব করেছে আপার প্রাইমারি নিয়ে হাইকোর্টের রায়। এবার রাজ্যের সমস্ত হবু শিক্ষকদের নিয়োগ নিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখলেন বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন।

আজ প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন শিক্ষাবিদ কামাল হোসেন, সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ মজুমদার এবং প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ। এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পর বক্তব্য রাখেন কামাল হোসেন। রাজ্যের শিক্ষক পদপ্রার্থীদের জন্য বিশেষ কিছু শোনাবেন কামাল তিনি, আশা করে ছিলেন চাকরি প্রার্থীরা। তাদের জন্য তাঁর বক্তব্য জুড়েই ছিল শিক্ষক সমস্যার সমাধান সূত্র। কামাল হোসেন বলেন, রাজ্যে আর কখনোই শিক্ষক নিয়োগ হবে না, এরকম হতাশা যারা চাকরি প্রার্থীদের মধ্যে ঢোকাচ্ছেন তারা একেবারেই ভুল দিকে চালিত করছেন প্রার্থীদের। ইতিমধ্যেই আপার প্রাইমারিতে নিয়োগ নিয়ে রায় ঘোষনা করেছে হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের পরেই শুরু হয়ে যাবে নিয়োগ। নবম-দশম ও একাদশ-দ্বাদশের প্রার্থীদের জন্য তিনি বলেন, এদের সফল তালিকা প্রস্তুত হয়ে রয়েছে। যে কোনো দিন তাদের কাউন্সেলিং-এর জন্য ডাকা হবে। অর্থাৎ তাদের নিয়োগের ক্ষেত্রেও সরকার খুব শিগগিরই ব্যবস্থা নেবে। এইভাবে এক এক করে সমস্ত সমস্যার সমাধান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্তার কিছু নেই।

কামাল হোসেন আরও বলেন, আগে গ্রামের দিকের মেয়েরা চাকরির ক্ষেত্রে পিছিয়ে থাকতেন। এখন তারাও এগিয়ে আসছেন। এর সম্পূর্ণ কৃতিত্ব তিনি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিজের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। বলেন, তার কাছে শিক্ষা সংক্রান্ত বিশেষ সাহায্যের জন্য যারা আসেন তাদের সংখ্যা আগের তুলনায় এখন বহুগুন বেশি। একজন গ্রামের বাসিন্দা চাকরি প্রার্থী মেয়ে তাকে বলেন, আগে দূর থেকে পড়াশুনো এবং চাকরির জন্য ছোটাছুটি করা সম্ভব হতো না। কিন্তু এখন তা সম্ভব করেছে 'সবুজ সাথী'র সাইকেল। দূরকে কাছে এনে দিয়েছেন, অসাধ্যকে সাধন করতে শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেন বিশিষ্ট এই শিক্ষাবিদ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.