Header Ads

আপার নিয়ে হাইকোর্টের ঘোষনাই সুখবর বয়ে আনবে নবম থেকে দ্বাদশের হবু শিক্ষকদের জন্য?



নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিক্ষক নিয়োগ বন্ধ দীর্ঘদিন। নির্বাচনের কারণে নিয়োগ প্রক্রিয়া আরও অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু সোমবার আদালতের রায়ের ফলে আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের জট কেটে যায়। পঞ্চায়েত ভোট প্রক্রিয়া চলাকালীন নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই, জানিয়ে দেয় হাইকোর্ট। এই ঘোষনার সাথে সাথে ইতিবাচক মাত্রা পেল নবম-দশম ও একাদশ-দ্বাদশের হবু শিক্ষকদের আন্দোলন।
নবম-দশম এবং একাদশ-দ্বাদশের ক্ষেত্রে নিয়োগের পরীক্ষা হয়ে তার প্যানেল প্রকাশ হয়ে গেলেও ঝুলে রয়েছে কাউন্সেলিং। কবে এই কাউন্সেলিং সম্পন্ন হয়ে নিয়োগ পত্র হাতে পাবেন জানার জন্য একাধিক সরকারি আমলা ও কমিশনের ব্যক্তি বর্গের কাছে গিয়েছেন চাকরি প্রার্থীরা। কিন্তু কেউ এবিষয়ে তাদের কিছু জানাতে পারেনি। এরফলে একপ্রকার অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি শিক্ষক পদপ্রার্থীরা। নিজেদের অধিকার আদায় করে নিতে আগামিকাল অর্থাৎ ৩ মে আচার্য সদন অভিযানে নামছেন নবম থেকে দ্বাদশের সমস্ত চাকরি প্রার্থীরা। তারা জানিয়েছেন, কাউন্সেলিং এর দিন না জানানো পর্যন্ত তারা আন্দোলন থেকে পিছু হটবেন না।

চাকরি প্রার্থীদের এই আন্দোলনে ইতিবাচন শক্তি যোগাচ্ছে আপার প্রাইমারি নিয়ে আদালতের ঘোষনা। আপারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন হবু শিক্ষকরা। তার ফল মিলেছে। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, পঞ্চায়েত ভোট মিটে যেতেই শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া। ডাকা হবে ইন্টারভিউ এর জন্য। নবম-দশম ও একাদশ-দ্বাদশের চাকরি প্রার্থীরা বিশ্বাস করেন, নিয়োগের দাবিতে তাদের সর্বশক্তি দিয়ে করা আন্দোলন খুব শিগগিরই সাফল্য পাবে। উচ্চ প্রাথমিকের মতো তাদের ক্ষেত্রেও নিয়োগের পথে হাঁটতে বাধ্য হবে কমিশন তথা রাজ্য সরকার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.