Header Ads

হাত-কাস্তে জোটের প্রথম পরীক্ষা মহেশতলা?

নজরবন্দি ব্যুরো: সিপিআই(এম) কে আসন ছেড়ে মহেশতলা উপ-নির্বাচনে সরে দাঁড়াতে পারে কংগ্রেস। কথা চলছে দু-দলের মধ্যে। মহেশতলায় প্রার্থী দিতে চাইছে না প্রদেশ কংগ্রেস সভাপতি। কংগ্রেসের সমর্থন চাওয়ার কথা বলছেন সূর্যকান্ত মিশ্র। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড। অনেক বিতর্কের পর পার্টি কংগ্রেসে জয়ী ইয়েচুরি লাইন। বিজেপিকে আটকাতে সব গণতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ দলকে সঙ্গে নিয়েই চলবে সিপিআই(এম)।সেখানে বাদ নেই কংগ্রেস।হায়দরাবাদে ইয়েচুরির জয়ের পর, বাংলার মাটিতে প্রথম পরীক্ষা আগামী ২৮ মে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.