অবৈধ খাদানে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক৷
নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ ঘটনাটি আসানসোলের বারাবনি থানার অন্তর্গত কাঁটাপাহাড়ি অঞ্চলের একটি অবৈধ খাদানে ঘটে৷নাজির আনসারি(৩৫)নামের ওই যুবকের বাড়ি গৌরাণ্ডি হাটতলা অঞ্চলে বলে জানা গেছে৷
কাঁটাপাহাড়ি অঞ্চলে সে দিদির বাড়িতে গিয়ে গতকাল দুপুরে স্থানীয় একটি অবৈধ পরিত্যাক্ত খাদানে স্নান করতে নেমে তলিয়ে যায়৷স্থানীয়রা গতকাল থেকে নেমে সন্ধান চালালেও এখনো পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি৷
শেষ পর্যন্ত নাজিরের সন্ধানে বুধবার সকালে ডুবুরি নামানো হয়৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

No comments