Header Ads

এবার সারদা চিটফান্ড মামলাতে তলব প্রাক্তন অর্থমন্ত্রীর স্ত্রী!!


নজরবন্দি ব্যুরো: সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে প্রাক্তণ অর্থমন্ত্রী এবং কংগ্রেস নেতা পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমকে আবার তলব করল ইডি। মে মাসের সাত তারিখ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা

 গিয়েছে। উল্লেখ্য, ইডির নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কিছুদিন আগে মাদ্রাস হাইকোর্টের দ্বারস্থ হন নলিনী চিদম্বরম। আদালত সেই আবেদন খারিজ করে দেয়। প্রবীণ আইনজীবী নলিনীকে সারদা সংস্থার তরফে ফিহিসেবে ১ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ইডি-র তরফে অভিযোগ, প্রতারণার টাকা থেকেই ওই ফিদিয়েছিল সারদা। ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর এই বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য নলিনীকে সমন পাঠায় ইডি। তাঁকে ইডি-র কলকাতা দফতরে হাজিরা দিতে বলা হয়। সেই সমনকে চ্যালেঞ্জ করে মাদ্রাজ হাইকোর্টে আপিল করেন নলিনী। তিনি ওই আর্জিতে জানান, আইনজীবী হিসেবে ফিনেওয়া অপরাধ নয়। তা ছা়ড়া কোনও মহিলাকে তাঁর বাসস্থান নয় এমন শহরে তদন্তের জন্য তলব করা যায় না।

তাঁর আর্জি খারিজ করে হাইকোর্ট জানিয়েছে, কেবল মহিলা
বলেই কেউ তলবের ক্ষেত্রে ছাড় চাইতে পারেন না। এর পর আদালত, ইডি-কে তদন্তের নয়া তারিখ স্থির করে আবার সমন পাঠানোর নির্দেশ দিয়েছে। সেই তারিখ ঠিক করেই সোমবার নলিনী-দেবীকে পুনরায় সমন পাঠাল ইডি।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.