Header Ads

বিয়ে সেরে ফেলেছেন? উত্তর দিলেন পিগি চপস।

নজরবন্দি ব্যুরোঃ তিনি নাকি কাউকে না জানিয়েই বিয়ে করে ফেলেছেন, সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছিল এই খবর। আর তারপরেই শুরু হয়ে যায় জল্পনা। এমনকি ভক্তদের অনেকে আবার অভিমানও করে বসেন, না জানিয়েই সাত পাকে বাধা পড়ে গেছেন তাদের প্রিয় নায়িকা? এসবের উত্তর নিজেই দিলেন পিগি চপস।
সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তাঁর হাতে একটি ব্রেসলেট দেখা যায়। আর ওই ব্রেসলেটকেই মঙ্গলসূত্র বলে ভেবে বসেন অনেকে। আর এখান থেকেই যত জল্পনার শুরু। ছড়িয়ে পড়ে গুঞ্জন, কাউকে না বলে লুকিয়ে বিয়ে করে নিয়েছেন নায়িকা। সব জল্পনার অবসান ঘটালেন প্রিয়াঙ্কা নিজে। হাতের ওই ব্রেসলেটটি পড়ে তিনি আবার একটি ছবি দেন প্রিয়াঙ্কা। আর সেখানে স্পষ্ট বলেন, এটা শুধুই একটি ব্রেসলেট। কোনো মঙ্গলসূত্র নয়। সেইসাথে নায়িকা আরও বলেন, বিয়ে করলে সবাইকে জানিয়েই করবেন।  লুকিয়ে নয়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.