প্রাপ্য বেতন না দিলে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষকদের।
নজরবন্দি ব্যুরোঃ বেতন বৈষম্যের শিকার এরাজ্যের অসংখ্য শিক্ষক। দীর্ঘদিন প্রাপ্য পে স্কেলের আওতায় তাদের আনার জন্য দাবি জানিয়ে আসছেন মাধ্যমিক স্তরের শিক্ষকরা। বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়ে ইতিমধ্যে হাইকোর্টে মামলা করেছেন শিক্ষকরা। সমস্যার সমাধান না হলে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তারা। রাজ্যের মাধ্যমিক স্তরের স্কুল গুলির পাশ গ্র্যাজুয়েট ক্যাটেগরির টিচারদের দাবি, এনসিটিই নিয়মের আওতায় তাদের নিয়োগ করা হলেও সর্বভারতীয় পে স্কেল মেনে তাদের বেতন স্থির করা হয়নি। অন্যান্য রাজ্যের শিক্ষকদের তুলনায় বঞ্চিত তারা। বারবার স্কুল শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। আন্দোলন সংগঠিত করতে গড়ে উঠেছে বেঙ্গল গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। ওই সংগঠনের তরফে হাইকোর্টে মামলাও করা হয়।
মামলার শুনানিতে বিচারক ষষ্ঠ বেতন কমিশনকে বিষয়টি বিবেচনা করার কথা বলেন। কিন্তু এই রায়ে খুশি নন সংগঠনের সদস্য শিক্ষকরা। সংগঠনের তরফে জানানো হয়েছে, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাবেন তারা। সংগঠনের সদস্য শিক্ষকরা জানিয়েছেন, প্রাপ্য বেতন থেকে তারা বঞ্চিত হচ্ছেন। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্প খাতে যে টাকা রাজ্য সরকার পায় তা শিক্ষকদের বেতন কাঠামো স্থির করার কাজে লাগানোর কথা। কিন্তু প্রাপ্য বেতন থেকে বঞ্চিত তারা, অভিযোগ শিক্ষকদের। আর তাই বেঙ্গল গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেতন বৈষম্য না ঘুচলে প্রাপ্য আদায়ের জন্য সুপ্রিম কোর্টে যেতেও পিছপা হবেন না তারা।
মামলার শুনানিতে বিচারক ষষ্ঠ বেতন কমিশনকে বিষয়টি বিবেচনা করার কথা বলেন। কিন্তু এই রায়ে খুশি নন সংগঠনের সদস্য শিক্ষকরা। সংগঠনের তরফে জানানো হয়েছে, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাবেন তারা। সংগঠনের সদস্য শিক্ষকরা জানিয়েছেন, প্রাপ্য বেতন থেকে তারা বঞ্চিত হচ্ছেন। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্প খাতে যে টাকা রাজ্য সরকার পায় তা শিক্ষকদের বেতন কাঠামো স্থির করার কাজে লাগানোর কথা। কিন্তু প্রাপ্য বেতন থেকে বঞ্চিত তারা, অভিযোগ শিক্ষকদের। আর তাই বেঙ্গল গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেতন বৈষম্য না ঘুচলে প্রাপ্য আদায়ের জন্য সুপ্রিম কোর্টে যেতেও পিছপা হবেন না তারা।
No comments