আপারের নিয়োগ জট খুলতে পারে ৯-১২ এর সমস্যা মেটার পরে! EXCLUSIVE
নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক এই রাজ্যে নতুন কিছু নয়। অভিযোগ ও পাল্টা অভিযোগে খবরের শিরনামে বারবার উঠে এসেছে এই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি। স্বছ নিয়োগ ও যোগ্য ব্যক্তিরা যাতে সুযোগ পান সেই দাবিতে আদালতের দ্বারস্থ হতে হয়েছে হবু শিক্ষকদের। কিন্তু কাজেরকাজ কিছুই হয়নি। বাধ্যহয়ে হবু শিক্ষকদের রাস্তায় নেমে আন্দোলনে সামিল হতে হয়েছে। তাতেও রাজ্য সরকারের টনক নড়েনি। নির্বাচনের আগে কলকাতা হাইকোর্ট আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ নিয়ে এক গুরুত্বপূর্ণ রায় দেয়।
কিন্তু নির্বাচন কমিশনের আপত্তিতে তা ভেস্তে যায়। এমনটাই অভিযোগ। রাজ্য সরকারের তরফে নাকি বলা হয়েছে নির্বচন প্রক্রিয়া শেষ হলেই অর্থাৎ চলতি মাসেত ২১ তারিখের পর থেকে আপারের চাকরী প্রার্থীদের নিয়ে ভাবা হবে। আর এতেই আশার আলো দেখছেন হবু শিক্ষকরা। কিন্তু নজর বন্দি ডট ইনের কাছে এই আপারের নিয়োগ নিয়ে যে খবর আসে তাতে কিছুটা হতাশ হতে পারেন আপারের চাকরী প্রার্থীরা।
সূত্রের খবর, নির্বাচনের পরে ৯-১২ পর্যন্ত হবু শিক্ষকদের নিয়ে ভাবনা শুরু করবে সরকার। তার পরে আপার। তাই আপারের নিয়োগ জট খুলতে সেই ২০১৯ হয়ে যাবার সম্ভাবনা প্রবল। তাই এখন দেখার কবে এই শিক্ষক নিয়োগ নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান হয়। আর সেইদিকে তাকিয়ে হবু মাস্টাররা।
কিন্তু নির্বাচন কমিশনের আপত্তিতে তা ভেস্তে যায়। এমনটাই অভিযোগ। রাজ্য সরকারের তরফে নাকি বলা হয়েছে নির্বচন প্রক্রিয়া শেষ হলেই অর্থাৎ চলতি মাসেত ২১ তারিখের পর থেকে আপারের চাকরী প্রার্থীদের নিয়ে ভাবা হবে। আর এতেই আশার আলো দেখছেন হবু শিক্ষকরা। কিন্তু নজর বন্দি ডট ইনের কাছে এই আপারের নিয়োগ নিয়ে যে খবর আসে তাতে কিছুটা হতাশ হতে পারেন আপারের চাকরী প্রার্থীরা।
সূত্রের খবর, নির্বাচনের পরে ৯-১২ পর্যন্ত হবু শিক্ষকদের নিয়ে ভাবনা শুরু করবে সরকার। তার পরে আপার। তাই আপারের নিয়োগ জট খুলতে সেই ২০১৯ হয়ে যাবার সম্ভাবনা প্রবল। তাই এখন দেখার কবে এই শিক্ষক নিয়োগ নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান হয়। আর সেইদিকে তাকিয়ে হবু মাস্টাররা।
No comments