পিয়ারলেস হাসপাতালের নার্সিং ছাত্রীর মৃত্যু। রণক্ষেত্র এলাকা!
নজরবন্দিঃ ই এম বাইপাসের ওপর পিয়ারলেস হাসপাতালের ভেতরেই এক নার্সিং ছাত্রী আত্মহত্যা করলেন। আর এই ঘটনা ঘিরে কার্যত ভয়ঙ্কর হয়ে হয়ে উঠল হাসপাতাল চত্বর। ওই মৃত্যু ঘিরে বিক্ষোভরত ছাত্রীদের নিরাপত্তারক্ষীরা মারধর করেছেন বলে অভিযোগ। সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদেরও মারধর করা হয় বলে জানা গেছে।গতকাল নার্সিং ছাত্রীদের পরীক্ষার রেজাল্ট নিয়ে একাধিক অভিভাবকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠকে কয়েকজন ছাত্রীকে চরম অপমান করা হয় আর বাদ যায়নি রিঙ্কি ও, এরপর রাত সাড়ে দশটা নাগাদ হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার হয় নার্সিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রী রিঙ্কি ঘোষের ঝুলন্ত দেহ। অভিযোগ, বৈঠকে অপমানিত হয়েই আত্মঘাতী হন রিঙ্কি। বেশ কিছুদিন ধরেই তাঁদের ওপর মানসিক চাপ করা হচ্ছিল হাসপাতাল থেকে।
এ নিয়ে রাতেই হস্টেলের সামনে বিক্ষোভে বসেন তাঁরা। কিন্তু বিক্ষোভরত ছাত্রীদের হাসপাতালের নিরাপত্তারক্ষীরা মারধর করে বিক্ষোভ ভেঙে দেওয়ার চেষ্টা করেন। পঞ্চসায়র থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের সামনেই নিরাপত্তাকর্মীদের হাতে আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। কর্তব্যরত সাংবাদিক দের ক্যামেরা ভেঙে দেওয়া হয় এবং এক জন গুরুতর আহত হয় বলে জানা যাচ্ছে।
এ নিয়ে রাতেই হস্টেলের সামনে বিক্ষোভে বসেন তাঁরা। কিন্তু বিক্ষোভরত ছাত্রীদের হাসপাতালের নিরাপত্তারক্ষীরা মারধর করে বিক্ষোভ ভেঙে দেওয়ার চেষ্টা করেন। পঞ্চসায়র থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের সামনেই নিরাপত্তাকর্মীদের হাতে আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। কর্তব্যরত সাংবাদিক দের ক্যামেরা ভেঙে দেওয়া হয় এবং এক জন গুরুতর আহত হয় বলে জানা যাচ্ছে।
No comments