খুব ছোট্ট একটা শব্দ- মা!
নজরবন্দি ব্যুরোঃ খুব ছোট্ট একটা শব্দ- মা! খুব অল্প সময় লাগে উচ্চারন করতে। অথচ এই শব্দটা প্রত্যেক মানুষের জীবনের সিংহভাগ জুড়ে থাকে। মাতৃত্ব শব্দটির ব্যাপ্তি এতটাই বেশি। মা- শব্দটা কেবল আমাদের ঘরে সীমাবদ্ধ নয়। কেবল এক অসহায় শিশুর আশ্রয়ই নয়। চার দেওয়ালের বাইরে আমাদের পরিচিত পরিবেশ যার সাথে আমরা প্রতি মুহূর্তে বেড়ে উঠি তার সাথেও মাতৃত্বের বন্ধন কিছু কম নয়। নাড়ির টান সেখানে কিছু কম পড়ে না।
আর তাইতো সেই বৃহৎ পারিপার্শ্বিক তথা দেশকে মা ভেবে স্বাধীনতা সংগ্রামীরা ঘর ছেড়েছিলেন। ছেড়েছিলেন ঘরের মায়ের কোল। মিশে গিয়েছিলেন দেশমাতার মুক্তির লড়াইয়ে। রচিত হয়েছে স্বাধীনতা সংগ্রামের শিহরণ জাগানো কাহিনী। রচিত হয়েছিল মাকে ভালবেসে আত্মবলদানের মহতী গল্প।
No comments