Header Ads

১৮ই মে মুক্তি পাচ্ছে নতুন হিন্দি ছবি "আংরেজি মে কেহতা হ্যায়"

নজরবন্দি,শুভব্রত মুখার্জিঃ সম্প্রতি শহরের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করে নতুন হিন্দি ছবি "আংরেজি মে কস্তা হ‍্যায়" এর ১৮ই মে মুক্তির কথা ঘোষণা করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সহ ছবির সমস্ত কলাকুশলীরা। ছবির পরিচালক এবং চিত্রনাট্যকার হরিশ ব‍্যাস জানালেন "এটি একটি ব‍্যতিক্রমী ছবি। ভালবাসার মানুষকে ভালবাসার কথা বলতে গিয়ে আমরা অনেকেই আই লাভ ইউ কথাটা ব‍্যবহার করি সেখান থেকেই আমার ছবির এই নামকরণ করেছি।

" ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র,একবলি খান্না, অংশুমান না,শিবানী রাজবংশী। এই ছবিতে কমেডিয়ান এর রোল ছেড়ে এক অন্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে সঞ্জয় মিশ্রকে। ছবিটি একটি মধ্যবিত্ত পরিবারের ভালবাসার গল্প যেখানে যশবন্ত তার স্ত্রী কিরনের ভালবাসাকে অস্বীকার করে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.