Header Ads

রাত পোহালেই রাজ্যে পঞ্চায়েত ভোট।

নজরবন্দি,বালুরঘাট: রাত পোহালেই রাজ্যে পঞ্চায়েত ভোট। সে দিকে লক্ষ রেখেই জোর কদমে দক্ষিণ দিনাজপুর জেলায় চলছে আগামী কালের পঞ্চায়েত ভোটের জন্য কর্মীদের ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি।বালুরঘাট কলেজ প্রাংগনে চলছে এই ভোট কর্মীদের প্রস্তুতির কাজ। সকাল থেকেই ভোট কর্মীরা তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভোটের ব্যালটবক্স ও ব্যালট পত্র সহ অনান্য সামগ্রী কলেজের অস্থায়ী ডিস্ট্রিবিউট্রর সেন্টার থেকে নেবার জন্য দলে দলে ভীড় জমান ভোট কর্মীরা। জেলার ৬৫ টি পঞ্চায়েতে, একটি পঞ্চায়েত নিয়ে আইনি জটিলতা থাকায় সেখানে ভোট হচ্ছেনা,জেলার মোট ভোটার ১০ লক্ষ ৫৫ হাজার ৩৭৬ জন। জেলায় ১১৩৪ টি বুথে গ্রাম পঞ্চায়েতের ৯৭৫ টি আসন, পঞ্চায়েত সমিতি ১৮৭ টি আসনে ও ১৮ টি জেলা পরিষদের আসনে ভোট হচ্ছে বলে জেলা নির্বাচনি দপ্তর সুত্রে জানা গেছে।

এদিকে গতকাল বিকেল পাচটায় ভোট প্রচার শেষ হয়ে যাওয়ার পর জেলা জুড়ে ভোটকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে রয়েছে চাপা উত্তেজনা। পাশাপাশি জেলার শাসক ও প্রাধান তিনটি বিরোধী দল এবারের ভোটে তাদের নিজ নিজ দলের সাফল্যের ব্যাপারে আশাবাদি বলে জানিয়েছে। এখন দেখার আগামী বৃহষ্পতিবার ১৭ মে ভোটের রেজাল্ট শাসক দল না বিরোধী দলের নেতা নেত্রীদের মুখে চওড়া হাসি ফোটে

 

 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.