Header Ads

বেলা সাহা মামলাতে একতরফা রায় দিতে পারে আদালত! কেন?

 নজরবন্দি ব্যুরো: রাজ্যে প্রাথমিক শিক্ষকদের উচ্চ মাধ্যমিক স্কেলে বেতনের দাবিতে আন্দোলন চলছে অনেকদিন ধরে। আর এবার রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষকদের উচ্চ মাধ্যমিক স্কেলে বেতনের দাবিতে অরাজনৈতিক ভাবে আন্দোলনের পথে প্রতিবাদে এগিয়ে এলেন উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষকদের একটা বড় অংশ। চলতি সপ্তাহের প্রথমে এক মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে তাতে এবার তারাও সামিল হবেন। এর জন্য প্রয়োজনীয় কমিটি গঠনের কাজ শেষ হয়েছে বলে তাদের দাবি। অভিযোগ, বেলা সাহা ও অন্যান্যদের হাইকোর্টে করা আবেদনের ভিত্তিতে রাজ্য সরকারের কোনও আইনজীবিই শুনানির দিনে হাইকোর্টে হাজির হয়নি।

আর এর ফলে হাইকোর্ট রাজ্য সরকারকে রীতিমতো চড়া সুরেই বলেছেন যে, আগামী দিনেও তাদের কোনও আইনজীবি আদালতে হাজির না হলে বিচারক এক তরফা রায় ঘোষণা করে দেবেন। বিচারকের এই কথার উপর ভিত্তিকরে বিচারপ্রার্থীদের দাবি যে এই আইনি লড়াইয়ে তারাই জয়ী হতে চলেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.