"সবুজ ঝড়ে আরও উত্তাল হবে বাংলা", নির্বাচনের আগেই জানালেন মুখ্যমন্ত্রী।
নজরবন্দি ব্যুরো: কেবল সময়ের অপেক্ষা মাত্র।পঞ্চায়েত ভোটের ফলা বের হলেই দেখা যাবে- এই বাংলায় সবুজ ঝড় আরও উত্তাল হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগেই বেসরকারি এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একপ্রকার জানিয়েই দিলেন রাজ্যে নির্বাচনী ফল কি হতে চলেছে। তিনি বলেন, ' এই নির্বাচনে বাংলার পঞ্চায়েতে হান্ড্রেড পার্সেন্ট আসনে বিজয়ী হবে তৃণমূল কংগ্রেস।" তাঁর কথাতে , 'কুৎসা-অপপ্রচার যাই চলুক, বাংলার মানুষ ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকেই। কারণ, এখানের মানুষের মনে রয়েছে তৃণমূল কংগ্রেস। যে সব দেখানো হচ্ছে সংবাদমাধ্যমগুলিতে, তা ফেক নিউজ। এক শ্রেণির মিডিয়া কোনও কোনও ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে জনগণের কাছে।
আর এই জিনিস বাংলার মানুষ মেনে নেবেন না।' মমতার কথায়, 'বাংলার মানুষ জানেন, একমাত্র তৃণমূল কংগ্রেসই তাঁদের পরিষেবা দিতে পারে। তাই তৃণমূল কংগ্রেসই জিতবে। আমরা জিতব এবং বাংলার মানুষের জন্য কাজ করব। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। তৃণমূল না জিতলে পরিষেবা পাবে না বাংলার মানুষ। আর কোনও দল এভাবে বাংলার মানুষকে পরিষেবা দিতে পারবে না। তাই বাংলার মানুষ তৃণমূলকেই চায়।'
আর এই জিনিস বাংলার মানুষ মেনে নেবেন না।' মমতার কথায়, 'বাংলার মানুষ জানেন, একমাত্র তৃণমূল কংগ্রেসই তাঁদের পরিষেবা দিতে পারে। তাই তৃণমূল কংগ্রেসই জিতবে। আমরা জিতব এবং বাংলার মানুষের জন্য কাজ করব। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। তৃণমূল না জিতলে পরিষেবা পাবে না বাংলার মানুষ। আর কোনও দল এভাবে বাংলার মানুষকে পরিষেবা দিতে পারবে না। তাই বাংলার মানুষ তৃণমূলকেই চায়।'
No comments