Header Ads

রূপক ফিরে পেল স্বরূপ, ফিরে পেল বাড়ির ঠিকানা ৷

নজরবন্দি,আসানসোলঃ চার বছর আগে রথযাত্রার দিন আসানসোলের বুধা অঞ্চলে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উপস্থিত হয়েছিল এক ১৫-১৬বছরের কিশোর৷তখন তার নিজের   নিয়েছিল৷একমাত্র এলাকার বাসিন্দা বিশ্বনাথ বাবু ওরফে রাখহরি পাণ্ডার কিশোরের পরনের পোশাক দেখে কিছুটা সন্দেহ হয়৷মনের কোনে কিছু জিজ্ঞাসাও উঁকি দেয় রাখহরি পাণ্ডার৷তিনি ওই অপরিচিত কিশোরকে আশ্রয় দেন৷এরপর বহু চেষ্টা করেন কিশোরের প্রকৃত পরিচয় খুঁজে বের করতে৷কিন্তু ওই অপরিচিত কিশোর নিজের সম্পর্কে কিছুই বলতে পারেনি৷সময় ও নদীর বুকে অনেক জল বয়ে যাওয়ার মতো,অপরিচিত কিশোর রাখহরির সংসারের অন্যতম সদস্য হয়ে দাঁড়ায়৷নাম হয় রূপক৷এই চার বছরে রূপক, বিশ্বনাথ ওরফে রাখহরি পাণ্ডাকে বাবা বলেই ডাকতো৷বিগত দুদিন আগে রূপক হঠাৎ করেই তার স্মৃতি ফিরে পায়৷এক এক করে নিজের নাম,বাবার নাম,বাড়ির ঠিকানা সব বলতে শুরু করে৷রাখহরি বাবু আর দেরি না করে সরাসরি যোগাযোগ করেন আসানসোল দক্ষিণ থানার সাথে৷

দক্ষিণ থানার বড়বাবু মনোরঞ্জন মণ্ডল দ্রুত যোগাযোগ করেন পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার বালাসোর পুলিশ স্টেশনের সাথে৷তারাও উপযুক্ত ঠিকানায় যোগাযোগ করে নিশ্চিত হয়ে খবর পাঠায় আসানসোল দক্ষিণ থানায়৷রাখহরি বাবুর এবার নিশ্চিত হবার পালা৷শনিবার রাতেই উড়িষ্যার বালাসোর থানার অন্তর্গত নদিঘা গ্রাম থেকে উপস্থিত হয় রূপক ওরফে দীপক নায়েকের কাকা রঘুনাথ নায়েক ও কাকিমা রাজলক্ষ্মী নায়েক৷চার বছর আগে হারিয়ে যাওয়া তাদের রূপক তথা দীপককে কাছে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন৷

অন্যদিকে চারবছর ধরে নিজের সন্তানের মতো বুকে করে আগলে রাখা   পাণ্ডারও চোখের কোন চিক্ চিক্ করে উঠেছে৷যেন এক অসীম শূন্যতা ঘিরে ধরছে রাখহরি পাণ্ডাকে৷অবশেষে রবিবার সকালে রূপক ওরফে দীপক তার স্বরূপ ফিরে পেয়ে কাকা-কাকিমার সাথে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.