Header Ads

অধীর গড়ে শুভেন্দুর হানা অব্যাহত! নতুন সম্রাট কাঁথির রাজপুত্র।

নজরবন্দি ব্যুরো: বামেদের ভরা যৌবনেও মুর্শিদাবাদ ছিল কংগ্রেসের শক্ত ঘাটি। ২০১১ সালে তৃণমূল ও কংগ্রেস সহ জোট সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মুর্শিদাবাদের দখল নিতে শুরু করে তৃণমূল।
আবার কিছু মাস আগে তৃণমূল সুপ্রিমো মুর্শিদাবাদ থেকে কংগ্রেসকে নিশ্চিহ্ন করার দায়িত্ব দেয় শুভেন্দু অধিকারীর উপর। তাই মুর্শিদাবাদ এখন কংগ্রেসের শক্ত ঘাটি বললে ভুল হবে, এখন মুর্শিদাবাদ তৃণমূলের শক্ত ঘাটিতে পরিণত হয়েছে, অন্তত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সেই কথাই বলছে। তাই বলা যায় মুর্শিদাবাদ এখন অধীর গড় নয়, এখন শুভেন্দু গড়। আর তাই মুর্শিদাবাদের এখন নতুন সম্রাট শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগেই মুর্শিদাবাদ থেকে কংগ্রেসকে প্রায় নিশ্চিহ্ন করে ছেড়েছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের পরও কংগ্রেসকে ভাঙার খেলার ধারাবাহীকতা চলছে। জেলা তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.