Header Ads

আদালতের নির্দেশে শিক্ষক নিয়োগ শুরু কমিশনের।

নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগ নিয়ে সমস্যা চলছিলো। এবার সেই সমস্যা কিছুটা কমলো বলা যায়। মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলি শিক্ষক নিয়োগে আগ্রহী আছে কি না, তা জানতে চাইলো আদালত।

আর এই নিয়ে বেশ কয়েকটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যে সরকারি আর্থিক সাহায্য প্রাপ্ত মাদ্রাসার সংখ্যা বর্তমানে ৬১৪ টি। ইতিমধ্যে ২০১৪ সালের লিখিত পরীক্ষা ও পরবর্তীকালের মৌখিক পরীক্ষার ভিত্তিতে ৩৭০৬ জন সফল চাকরি প্রার্থীরর তালিকা প্রকাশ করেছে কমিশন। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা চলার সময় মৌখিক পরীক্ষার প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
কিন্তু যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন তাই নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়। এখন সুপ্রিম কোর্টের নির্দেশে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হচ্ছে। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, এই মামলার চূড়ান্ত নিস্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য নতুন করে কোনও বিজ্ঞপ্তি আর জারি করতে পারবে না কমিশন। এই মমালার আবার শুনানি জুলাই মাসে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.