Header Ads

টেলিফোন ব্যাবসায় বাবা রামদেব।বাজারে আসছে "পতঞ্জলি সিমকার্ড"!!

নজরবন্দি ব্যুরো: প্রসাধনী,খাদ্য দ্রব্য, ওষুধের এর পর মোবাইল ব্যাবসা শুরু করতে চলেছে পতঞ্জলি আয়ুর্বেদ ।
আপাতত প্রসাধন, খাদ্য দ্রব্য ও ওষুধের ব্যবসায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে পতঞ্জলি আয়ুর্বেদ। সেই একই সংস্থা এবার গাটছড়া বাঁধতে চলেছে সরকারি মোবাইল নেটওয়ার্ক বিএসএনএলের সঙ্গে। একসঙ্গে বাজারে আনছে পতঞ্জলি সিম কার্ড।

 

আপাতত বাজারে না এলেও প্রাথমিক ভাবে পরীক্ষামূলক ভাবে এটি ব্যবহার করতে পারবেন পতঞ্জলির কর্মীরা।

পতঞ্জলির তরফে বলা হয়েছে, এই সিমের ব্যবহারকারীরা পাবেন বিপুল সুবিধা। ১৪৪ টাকার বিনিয়মে ২ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০টি এসএমএস করতে পারবেন গ্রাহকরা। তবে সেই সুবিধা কতদিনের জন্য, তা এখনই স্পষ্ট নয়।

 

সূত্রের খবর, আগামী মাসেই এই সিমের কাজ শুরু নিয়ে একটি আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠক করা হবে। সেই বৈঠকেই পরিষ্কারইঙ্গিত মিলতে পারে। এরপর ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো একাধিক সংস্থার সঙ্গে জোট বেধে এই ব্যবসা চালাবে পতঞ্জলি।

 

বিএসএনএলের তরফে বলা হয়েছে, এই পতঞ্জলি প্ল্যানটিই সংস্থার সবচেয়ে সস্তা প্ল্যান। আশা করা হচ্ছে দ্রুত এটি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে, এবং সাধারণ মানুষ এটিকে আরও জনপ্রিয় করে তুলবেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.