Header Ads

কেন্দ্রীয় বাহিনীর দৌলতে মহেশতলা উপনির্বাচন আপাতত শান্তিতে!

নজরবন্দি ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে। তৃণমূল বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুর কারণে এই উপনির্বাচন।

এবার ওই এলাকায় তৃণমূলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কস্তুরী দাসের স্বামী ও মহেশতলার চেয়ারম্যান দুলাল দাস। উল্টোদিকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা সুজিত ঘোষ। সিপিআই(এম) এর প্রার্থী প্রভাত চৌধুরী, বর্তমানে ডিওয়াইএফআই-এর রাজ্য কোষাধ্যক্ষ। গত বিধানসভা নির্বাচনে মহেশতলা কেন্দ্রে তৃণমূল পেয়েছিল ৯৩,৬৭৫ ভোট। সিপিএম পেয়েছিল ৮১,২২৩টি ও বিজেপি ১৪,৯০৯টি ভোট। পঞ্চায়েত ভোটের গণ্ডগোলের কথা মাথায় রেখে, সুষ্ঠুভাবে উপনির্বাচন শেষ করতে মোট ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে।
প্রতি বুথে ৪-৫ জন আধাসেনা ও একজন লাঠিধারী পুলিশ রয়েছেন। মোটের উপর এখনও পর্যন্ত নির্বাচন শান্তিতে। উল্লেখ্য, ইভিএম খারাপ থাকায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে ১৫৭ ও ২০২ নম্বর বুথে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.