Header Ads

এলাহাবাদ শহরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত যোগীর।

নজরবন্দি ব্যুরোঃ নাম বদলের তালিকায় এবার নতুন সংযোজন এলাহাবাদ। উত্তরপ্রদেশের এই শহরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। ষোড়শ শতকে প্রয়াগরাজের নামবদল করে এলাহাবাদ রাখেন মুঘলসম্রাট আকবর।

সম্ভবত আবার সেই নামই রাখতে চলেছেন যোগী সরকার। এর আগেও নাম বদলের কথা হয়েছে কিন্তু হয়নি। উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য বলেন ''এলাহাবাদকে আগের নামে ফিরিয়ে দেওয়া হবে। শহরের নাম প্রয়াগরাজ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।'' গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল এলাহাবাদ সনাতন সংস্কৃতিতে পবিত্রস্থান। প্রতি ১২ বছর অন্তর এখানে কুম্ভ মেলার আয়োজন করা হয়। ২০১৯ সালে কুম্ভ মেলার আগে শহরের নামবদল হতে পারে বলে খবর।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.