Header Ads

বৃষ্টির দেখা মিলবে না আরও দিন-দশেক! কি জানালো মৌসম ভবন?

নজরবন্দি ব্যুরোঃ প্রচন্ড গরমে নাজেহাল রাজ্যবাসী। বৃষ্টির জন্য চাতকের মতো অপেক্ষা করে থেকেও দেখা নেই তার। বায়ুতে আদ্রতা এতো বেশি যে অস্বস্তির মাত্রা ক্রমশ বাড়ছে। এরকম অবস্থা আরও কদিন চলবে?
আবহাওয়া অফিস জানাচ্ছে, আরও প্রায় দশ দিন এরকম অসহ্য গরম সহ্য করতে হবে শহরবাসীকে। আগামি ১০ জুন কলকাতায় বর্ষার বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

হিসেব মতো কেরলে বর্ষা ঢোকে ১ জুন। এবছর জোড়া নিম্নচাপের কারণে তার দিন তিনেক আগেই বর্ষা ঢুকে গেছে দক্ষিণ ভারতে। সব ঠিক থাকলে দক্ষিণবঙ্গে ৭-৮ জুন নাগাদ বর্ষা ঢুকবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.